Advertisement

Congress: ১৮০০ কোটি টাকার ধাক্কার পরেই আরও দুটি আয়কর নোটিশ, বিপদ বাড়ছে কংগ্রেসের

লোকসভা নির্বাচনের আগে ক্রমেই বিপাকে কংগ্রেস। শুক্রবার রাতে আয়কর দফতর আরও ২ নোটিশ পাঠিয়েছে বলে দাবি করল কংগ্রেস। গতকালই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে, তাদের ফের নতুন করে ১৮০০ কোটিরও বেশি টাকার আয়কর নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, 'গত রাতে আরও ২ নোটিশ পাঠানো হয়েছে।'

সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2024,
  • अपडेटेड 12:46 PM IST
  • লোকসভা নির্বাচনের আগে ক্রমেই বিপাকে কংগ্রেস।
  • শুক্রবার রাতে আয়কর দফতর আরও ২ নোটিশ পাঠিয়েছে বলে দাবি করল কংগ্রেস।
  • কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে বলে সরব হয়েছেন জয়রাম।

লোকসভা নির্বাচনের আগে ক্রমেই বিপাকে কংগ্রেস। শুক্রবার রাতে আয়কর দফতর আরও ২ নোটিশ পাঠিয়েছে বলে দাবি করল কংগ্রেস। গতকালই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে, তাদের ফের নতুন করে ১৮০০ কোটিরও বেশি টাকার আয়কর নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, 'গত রাতে আরও ২ নোটিশ পাঠানো হয়েছে।' কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে বলে সরব হয়েছেন জয়রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেছেন, 'বিরোধী দলগুলিকে পঙ্গু করে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'

শুক্রবার কংগ্রেসের তরফে দাবি করা হয় যে, আয়কর দফতর তাদের ১৮২৩ কোটি টাকার নোটিস পাঠিয়েছে। ২০১৭-১৮ এবং ২০২০-২১ সালের সমীক্ষা বছরের জন্য জরিমানা এবং তার উপর সুদ বাবদ এই নোটিশ ধরানো হয়েছে বলে খবর। সম্প্রতি কংগ্রেসকে নোটিশ দিয়েছিল আয়কর দফতর। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে রিঅ্যাসেসমেন্টের দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেসকে নোটিশ দিল আয়কর দফতর। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস অর্থসঙ্কটে ভুগছে। সম্প্রতি নির্বাচনী বন্ড সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, তৃণমূলের থেকেও কম চাঁদা পেয়েছে সনিয়া-রাহুলদের দল। ভোটের প্রচারে কংগ্রেস যাতে টাকা খরচ করতে না পারে, সে কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে মোদী সরকার এহেন পদক্ষেপ করেছে বলে অভিযোগ রাহুলদের।

এই প্রসঙ্গে বিজেপিতে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে রাহুল লিখেছেন, 'বিজেপিকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে, যখন সরকার পরিবর্তন হবে, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' হিন্দিতে একটি পোস্টে রাহুল গান্ধী বলেছেন, 'এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে যে, কেউ ফের কখনও এই সব করার সাহস পাবে না। এটি আমার গ্যারান্টি।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement