Advertisement

Mohammed Salim On ISF: 'নৌশাদকে WhatsApp করেছিলাম, জবাব আসেনি,' বলছেন সেলিম

বাম-আইএসএফ জোট না হওয়া নিয়ে আইএসএফ-কেই দায়ী করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, জোট নিয়ে কথা বলার জন্য আইএসএফ-র তরফেই কোনও যোগাযোগ করা হয়নি।

ISF-র সঙ্গে কেন জোট হল না? এতদিনে কারণ জানালেন সেলিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2024,
  • अपडेटेड 10:01 AM IST
  • জোট না হওয়া নিয়ে আইএসএফ-কেই দায়ী করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
  • তাঁর দাবি, জোট নিয়ে কথা বলার জন্য আইএসএফ-র তরফেই কোনও যোগাযোগ করা হয়নি

বাম-আইএসএফ জোট না হওয়া নিয়ে আইএসএফ-কেই দায়ী করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর দাবি, জোট নিয়ে কথা বলার জন্য আইএসএফ-র তরফেই কোনও যোগাযোগ করা হয়নি। তাদের তরফ থেকে কোনও ফোন আসেনি। লোকসভা ভোটের বাংলায় একটা চলোর পথে হেঁটেছে তৃণমূল। মনে করা হয়েছিল বাম-কংগ্রেস ও আইএসএফ-র মধ্যে জোট করে প্রার্থী ঘোষণা করা হবে। প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রেও বামেদের কিছুটা গড়িমসি চোখে পড়েছিল। তবে শেষ পর্যন্ত আইএসএফ-এর সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়নি। সেই কারণে এবারের ভোটে জোট হয়নি।

এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সেলিম। সেখানেই সেলিম বলেন, 'বামফ্রন্ট চেয়ারম্যান বিমানবাবু ২ মাস ধরে ফোন করছেন। আইএসএফ-এর তরফ থেকে কোনও বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি। সব আসন নিয়ে সমঝোতা হয়ে যাবে। তোমরা কোন কোন আসনে লড়বে জানাও,কথা বলো। সেই মেসেজের কোনও জবাবা আসেনি। সব রেকর্ড আছে, এখানে এসে গুজব ছড়ালে হবে?'

যদিও আগেই জোট ভেঙে যাওয়াতে বামেদের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন নওশাদ। কংগ্রেসকেও কটাক্ষ করেছিলেন নওশাদ। এপ্রিল মাসে তিনি বলেন, 'জোট চেয়েছিলাম। বামেরাই জোট করল না। জোট নিয়ে আলোচনা চলেছে। কিন্তু আলোচনা করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে। সদর্থক কিছু হচ্ছে না। তাই প্রার্থী ঘোষণা করতে বাধ্য হচ্ছি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement