Advertisement

Mamata Banerjee: দেবের ভোট-প্রতিশ্রুতি ঘাটাল মাস্টার প্ল্যান, কাজ কবে শেষ হবে? মমতা যা জানালেন

ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে দীর্ঘ সময় ধরে আবর্তিত হয়েছে রাজনীতি। ঘাটালের সাংসদ হওয়ার পর এই প্রকল্প বাস্তবায়িত করতে সংসদে সরবও হয়েছিলেন দেব। কিন্তু এখনও ঘাটাল মাস্টার প্ল্যান অধরাই থেকে গিয়েছে। কিছু দিন আগেই ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব জানিয়েছিলেন, 'দিদির হাত ধরেই স্বপ্নপূরণ হবে।' এবার ভোটের প্রচারের শেষলগ্নে দেবের সামনেই ঘাটাল মাস্টারপ্ল্যান কবে করা হবে, সেই সময় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2024,
  • अपडेटेड 6:03 PM IST
  • ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নয়া তথ্য দিলেন মমতা।
  • দাসপুরের সভায় এই প্রকল্প নিয়ে কথা বলেন মমতা।
  • দেবের সমর্থনে সভা করেন মমতা।

ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে দীর্ঘ সময় ধরে আবর্তিত হয়েছে রাজনীতি। ঘাটালের সাংসদ হওয়ার পর এই প্রকল্প বাস্তবায়িত করতে সংসদে সরবও হয়েছিলেন দেব। কিন্তু এখনও ঘাটাল মাস্টার প্ল্যান অধরাই থেকে গিয়েছে। কিছু দিন আগেই ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব জানিয়েছিলেন, 'দিদির হাত ধরেই স্বপ্নপূরণ হবে।' এবার ভোটের প্রচারের শেষলগ্নে দেবের সামনেই ঘাটাল মাস্টারপ্ল্যান কবে করা হবে, সেই সময় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

শুক্রবার দাসপুরের সভায় মমতা বলেন, 'আমরা কথা দিয়ে কথা রাখি। আমি দেবকে বলেছি, ২-৩ বছর লাগবে ১ হাজার কোটি টাকার প্রজেক্ট। সঙ্গে সঙ্গে হবে না। তবে ও বলার সঙ্গে সঙ্গে আমরা সার্ভে করতে শুরু করেছি। ঘাটাল মাস্টার প্ল্যান ৩-৪ বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি। ২-৩ বছরের মধ্যে হয়ে যাবে। টাকাটা জোগাড় করতে পারলেই।' 

এর আগে গত মাসে এক সভায় মমতা বলেছিলেন যে, দেব এবং জুন জিতলেই ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে। এবার মেদিনীপুর থেকে জোড়াফুল প্রতীকে লড়ছেন জুন মালিয়া। 


এই নিয়ে তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে জোড়াফুল প্রতীকে লড়ছেন দেব। এবছর ভোটে না দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন সুপারস্টার। পরে অবশ্য রাজি হন তিনি। দেবের বিপরীতে এবার ঘাটাল থেকে পদ্ম প্রতীকে লড়ছেন টলিপাড়ার আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের বিজেপি বিধায়ক প্রথমবার সাংসদ হওয়ার দৌড়ে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দেবকে প্রায়শই নিশানা করছেন হিরণ। পাল্টা পুরোদমে প্রচার সারছেন দেবও। এদিন হিরণকে নাম না করে নিশানা করেছেন মমতা। বলেছেন, 'খায় না মাথায় দেয়, জানি না, ওর নাম শুনিনি।'

অন্য দিকে, এদিনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সরব হন মমতা। এই প্রকল্প কখনও বন্ধ করা হবে না বলে ফের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে বিজেপিকে আবার আক্রমণ করেছেন তিনি। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement