Advertisement

Cash Recovered in Kharagpur: প্রধানমন্ত্রীর সভার পরেই ৩২ লক্ষ টাকা উদ্ধার, খড়গপুরে কী হয়েছে?

খড়গপুরের লজ থেকে ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষের পর ওই লজে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা নির্বাচনের খরচের জন্য বলে দাবি করেছে বিজেপি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী ২৫ মে। তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গেল।

খড়গপুরের লজে টাকা উদ্ধার। (ছবি:সংগৃহীত)।
Aajtak Bangla
  • খড়গপুর,
  • 20 May 2024,
  • अपडेटेड 1:18 PM IST
  • খড়গপুরের লজ থেকে ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষের পর ওই লজে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে।
  • ওই টাকা নির্বাচনের খরচের জন্য বলে দাবি করেছে বিজেপি।

খড়গপুরের লজ থেকে ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষের পর ওই লজে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা নির্বাচনের খরচের জন্য বলে দাবি করেছে বিজেপি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী ২৫ মে। তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গেল। 

পুলিশ সূত্রে খবর, খড়গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজ থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত ১০টা নাগাদ অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি।  পুলিশের দাবি, ওই লজে ছিলেন বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল। তাঁদের কাছে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগ থেকেই টাকা উদ্ধার করা হয়েছে। কোথা থেকে ওই টাকা নিয়ে আসা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

বিজেপির জেলা সভাপতি সুদাম দাবি করেছেন, এই টাকা তাঁদের। পুলিশি অভিযানের নেপথ্যে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 

অন্য দিকে, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা পাল্টা বলেছেন, 'নির্বাচন কমিশনের তরফে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করেছে প্রশাসন। বিজেপির নগ্ন চেহারা প্রকাশ্যে বেরিয়ে পড়েছে। ওদের সঙ্গে মানুষ নেই।' 

এই ঘটনায় আইটি দফতরে খবর দেওয়া হয়েছে। কয়েক দিন আগে কলকাতায় কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। ভোটের আগে টাকা উদ্ধারের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। 

অন্য দিকে, সোমবার রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট চলছে। সকাল থেকেই হুগলি, ব্যারাকপুর-সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিক্ষিপ্ত উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। নজর রাখছে নির্বাচন কমিশনও। সকাল থেকে কমিশনে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement