বীরভূমের লাভপুরে গিয়ে নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিজ্ঞাপনে পিসি-ভাইপোর উল্লেখ নিয়ে তিনি নিশানা করেন। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
আজ বীরভূমের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, 'বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে। একদিন না একদিন বেরিয়ে আসবে। অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনকে গ্রেফতার করে রেখে দিয়েছে। হাতে সিবিআই আছে, ইনক্যাম ট্যাক্স আছে। নির্বাচন কমিশন আছে। বিচারবিভাগকেও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। টাকা দিয়ে সন্দেশখালির কেস করেছিল। একবারও বুঝতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী এসে কত কাঁদছিলেন। ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন। আমি বিজেপিকে তো বলব টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের অসম্মান, অপমান করবেন না। আপনাদের সতর্ক করে দিচ্ছি। তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না।'
তিনি বলেন, 'নরেন্দ্র মোদীর দল ক্ষমতা, হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জীর নাম দিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি, কোন ভাইপো, খাই না মাথায় দেয়। লজ্জা করে না বিজেপি, এই বিজ্ঞাপনে চলে গিয়েছে। তৃণমূল নাকি দুর্নীতির আঁতুরঘর, আরে তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়। তোরা তো গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। কয়লা দেখে সিআইএসএফ, আর গরু দেখে বিএসএফ, তাহলে কারা টাকা খায়? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদীর মন্ত্রীরা খায়। মোদীর পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনও ব্যবস্থা নেয় না।'