Advertisement

Lok Sabha Election Results 2024: কোন আসনে কে এগিয়ে-কে পিছিয়ে? জানুন লোকসভার লেটেস্ট ট্রেন্ড

এগজিট পোলের ভবিষ্যদ্বাণীগুলি সত্যি হবে কিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ ঐতিহাসিক তৃতীয় টানা মেয়াদে ক্ষমতায় ফিরে আসবে কি না সেদিকে সকলের দৃষ্টি রয়েছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ১৪২টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। অন্যদিকে, ৮৬টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট।

কোন আসনে কে এগিয়ে-কে পিছিয়ে? জানুন লোকসভার লেটেস্ট ট্রেন্ডস
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 8:48 AM IST
  • লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে
  • সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা

Election Results 2024 Live Updates: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাত দফার ভোটগ্রহণ ১ জুন শনিবার শেষ হয়। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হয়। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও ১ জুন ভোটগ্রহণ হয়। এগজিট পোলের ভবিষ্যদ্বাণীগুলি সত্যি হবে কিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ ঐতিহাসিক তৃতীয় টানা মেয়াদে ক্ষমতায় ফিরে আসবে কি না সেদিকে সকলের দৃষ্টি রয়েছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ১৪২টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। অন্যদিকে, ৮৬টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট।

কো কোথায় এগিয়ে-পিছিয়ে

  • কর্নাল আসন থেকে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মনোহর লাল খট্টর। প্রাথমিক প্রবণতায়, এনডিএ 100 পেরিয়েছে। ইন্ডিয়া ব্লক 61টি আসনে এগিয়ে রয়েছে। বাকিরা ৭টি আসনে এগিয়ে রয়েছেন।
  • প্রবণতা অনুযায়ী, অমৃতসর আসন থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তারাজিৎ সান্ধু।
  • তামিলনাড়ুর তুতিকোরিন আসন থেকে এগিয়ে রয়েছেন ডিএমকে-র কানিমোঝি।
  • গুনায় এগিয়ে রয়েছেন বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
  • উত্তর-পূর্বাঞ্চলের প্রাথমিক প্রবণতা অনুসারে, সিকিমে SKM প্রার্থী ইন্দ্রা হ্যাং সুব্বা এগিয়ে রয়েছেন।
  • আমেঠি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
  • তিরুবনন্তপুরম আসনে পিছিয়ে পড়েছেন শশী থারুর। এগিয়ে রয়েছেন বিজেপির রাজীব চন্দ্রশেখর।
  • রায়বেরেলিতে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী।
  • গান্ধীনগর আসন থেকে এগিয়ে অমিত শাহ।
  • আজমের লোকসভা থেকে এগিয়ে বিজেপির ভগীরথ।
  • অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর আসন থেকে পিছিয়ে আছেন।
  • বারাণসীতে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী।
  • পূর্ণিয়া আসন থেকে এগিয়ে রয়েছেন পাপ্পু যাদব।
  • গোরখপুর সিটি বিধানসভায় প্রথম ধারায় এগিয়ে রয়েছেন বিজেপির রবি কিষাণ।
  • ফতেহপুরে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন বিজেপির সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
  • দিল্লির উত্তর-পূর্ব আসন থেকে এগিয়ে রয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি।
  • বারাণসীতে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী।
  • পূর্ণিয়া আসন থেকে এগিয়ে রয়েছেন পাপ্পু যাদব।
  • গোরখপুর সিটি বিধানসভায় প্রথম ধারায় এগিয়ে রয়েছেন বিজেপির রবি কিষাণ।
  • ফতেহপুরে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন বিজেপির সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
  • দিল্লির উত্তর-পূর্ব আসন থেকে এগিয়ে রয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি।
  • পাঞ্জাবের লুধিয়ানা আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের অমরিন্দর সিং রাজা ওয়ারিং।
  • গৌতম বুদ্ধ নগরে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছেন বিজেপির মহেশ শর্মা।
  • নাগপুরে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছেন বিজেপির নীতিন গড়করি।
  • জোরহাট লোকসভা আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ।
  • গান্ধীনগরে ৩৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির অমিত শাহ।
  • গয়া আসন থেকে এগিয়ে রয়েছেন জিতন রাম মাঞ্জি।
  • মান্ডিতে এগিয়ে রয়েছেন কঙ্গনা রানাউত।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement