Advertisement

Lok Sabha Elections 2024: ভোটের দিন ঘোষণা দুপুরে, আজ থেকে চালু হচ্ছে এই নিয়ম, যা জানা জরুরি

শনিবার দুপুর ৩টেয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আর তার সঙ্গে সঙ্গেই দেশে লাগু হবে আদর্শ আচরণবিধি। এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে পদক্ষেপ করবে কমিশন। ভোট যাতে অবাধ এবং সুষ্ঠু হয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন।

আজ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হবে।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Mar 2024,
  • अपडेटेड 11:08 AM IST

শনিবার দুপুর ৩টেয় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আর তার সঙ্গে সঙ্গেই দেশে লাগু হবে আদর্শ আচরণবিধি। এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে পদক্ষেপ করবে কমিশন। ভোট যাতে অবাধ এবং সুষ্ঠু হয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন।

আদর্শ আচরণবিধি লাগু হলে কী কী নিয়ম মানতে হবে?

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি লাগু হবে। মানতে হবে এই নিয়মগুলি...

* ভোট ঘোষণার পর সরকারের তরফে কোনও আর্থিক অনুদান ঘোষণা করা যাবে না। 

* কোনও প্রতিশ্রুতি ঘোষণা করতে পারবে না সরকার। 

* কোনওরকম প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করা যাবে না। 

* এই সময় রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থার মতো প্রতিশ্রুতি দেওয়া যাবে না।

* সরকারি কর্মীদের বদলি করা যাবে না। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কর্মীরা নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করবেন। 

* কোনও সরকারি কর্মীর বদলি করতে গেলে কমিশনের অনুমতি নিতে হবে। 

* এই সময় সরকারি অর্থ বিজ্ঞাপন বা জনসংযোগে ব্যবহার করা যাবে না। 

* প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো ঘটনা ঘটলে ব্যবস্থা নিয়ে কমিশনের অনুমতি নিতে হবে সরকারকে। 

*সরকারি বিমান, গাড়ি, যন্ত্রপাতি ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার করা যাবে না।

*নির্বাচনী সভা করার জন্য সব রাজনৈতিক দল যাতে সমান সুযোগ পায় তা দেখতে হবে। 

* কোনও ধর্মীয় স্থানে প্রচার করা যাবে না। 

Advertisement

* বিভেদ তৈরি করতে পারে কিংবা সাম্প্রদায়িক অশান্তি হতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। 

*যে কোনও দল বা প্রার্থীকে সমাবেশ, মিছিল, সভা করার আগে পুলিশের অনুমতি নিতে হবে।

* কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁকে প্রচারে নিষিদ্ধ করা হতে পারে।

*ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তা সুনিশ্চত করতে হবে কমিশনকে। 

*কোনও হিংসার ঘটনা ঘটলে পদক্ষেপ করতে পারে কমিশন। 
 
অন্য দিকে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৭ দফায়  ভোটগ্রহণ করা হয়েছিল। এবার ১ দফায় ভোট করার দাবি জানিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। শেষ পর্যন্ত কি শাসকদলের সেই দাবি মেনে নেবে কমিশন? বস্তুত, এ বছর বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। ফলে মনে করা হচ্ছে, এ বছর গতবারের মতোই ৭ দফায় ভোট হতে পারে। আবার রাজনৈতিক মহলের একাংশের অনুমান, গতবারের থেকেও বেশি দফায় ভোট হতে পারে বাংলায়। তবে শেষ পর্যন্ত বাংলায় এবছর কত দফায় ভোট হয়, তা জানা যাবে বিকেলে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement