Advertisement

Mamata Banerjee: 'মুসলিমরা যাতে ভোট না দিতে পারেন, সেই বন্দোবস্ত করা হয়েছে,' গুরুতর অভিযোগ মমতার

মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদের সভায় মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'ভোটের বন্দোবস্ত এমন ভাবে করা হয়েছে যাতে মুসলিমরা ভোট দিতে না পারেন।'

মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2024,
  • अपडेटेड 12:57 PM IST
  • গুরুতর অভিযোগ মমতার।
  • বিজেপিকে নিশানা মমতার।
  • সংখ্যালঘু ভোট নিয়ে সরব মুখ্যমন্ত্রী।

মুসলিম ভোটব্যাঙ্ক নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদের সভায় মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'ভোটের বন্দোবস্ত এমন ভাবে করা হয়েছে যাতে মুসলিমরা ভোট দিতে না পারেন।' এ রাজ্যে সংখ্যালঘু ভোট নিয়ে বরাবরই সরগরম থাকে রাজনীতির ময়দান। ইদের নমাজ পাঠ, ইফতারে অংশ নেন মমতা। যা নিয়ে তৃণমূলনেত্রীকে প্রায়শই কটাক্ষ করে বিরোধী শিবির। ভোটব্যাঙ্কের কারণেই এমনটা করেন বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এই আবহে মমতার এহেন অভিযোগ নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 


অন্য দিকে, কেন্দ্রীয় বাহিনী নিয়েও এদিন সরব হন মমতা। তাঁর অভিযোগ, 'বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে বলব, অনেক দিন ধরে কাজ করতে হবে। আমি সম্মান করি ওঁদের। কিন্তু এমন কিছু করবেন না, যাতে পরে সমস্যায় পড়তে হয়।'

এসএসসি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল প্রসঙ্গেও বিজেপি আক্রমণ করেছেন মমতা। বলেছেন, 'এরা হচ্ছে চাকরিখেকো বাঘ, যখন দেখছে আর কিছু করার নেই, তখন সব চাকরি খেয়ে নাও।' মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এটা তো তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। তার মানে আপনি জানতেন, যে কারও মাধ্যমে, আপনার দল আগেই অর্ডার করে এই লোকেদের চাকি খেয়ে নেবেন? কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত হবে। কিন্তু ২৬ হাজার মানুষের চাকরি গেল।'

গত শনিবার হেলিকপ্টারে বসার সময় হোঁচট খেয়ে পড়ে যান মমতা। দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। পরে কুলটির সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত মাসেই বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার কপাল এবং নাকে সেলাই পড়ে। মুখ্যমন্ত্রী কীভাবে পড়ে গেলেন, তা নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় প্রথমে জানিয়েছিলেন, 'পিছন থেকে ধাক্কা মারার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' এই বয়ান ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। যদিও পরে এসএসকেএমের ডিরেক্টর ব্যাখ্যা দেন, 'শারীরিক ভাবে মুখ্যমন্ত্রীকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছেন, এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়ে থাকতে পারে।' যদিও 'পিছন থেকে ধাক্কা মারা' মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পর সম্প্রতি পুরোদমে লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন মমতা। তীব্র গরমের মধ্যে রোজই জেলায় জেলায় সভা করছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement