রাজনীতিতে যোগ দেওয়ার পরে প্রথমবার রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে হবে তৃণমূলকে তুলোধোনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে তৃণমূল সরকরাকে উৎখাতের ডাক দিলেন তিনি। আজ শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ভাষণ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। অভিজিৎ বলেন, 'তৃণমূল দলটি সম্পূর্ণ দুর্বত্তদের দ্বারা গঠিত। আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম, তখন আমার চোখে ধরা পড়েছিল ভয়ানক দুর্নীতি। যা আপনাদের বুঝিয়া না দিলে বুঝতে পারবেন না। বহু চাকরি প্রার্থী, যারা বেশি নম্বর পেয়েছন তাঁদের চাকরি দেওয়া হয়নি। চাকরি দেওয়া হয়েছে অনেক কম নম্বর পাওয়াদের, যারা চাকরি কিনেছেন তাঁদের। এই দুর্বত্তরা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে।'
এরপরই রাজ্যের কয়েকজন প্রাক্তন মন্ত্রীর জেলযাত্রার প্রসঙ্গ তুলে প্রাক্তন বিচারপতি বলেন, 'খাদ্য দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে আছেন। শিক্ষা দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন। আবাস যোজনার টাকা চুরি করা হয়েছে। ৫০ হাজার টাকার মধ্যে ২৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে। এই দুর্বত্তদের চোখের সামনে দেখেছেন। আগামী নির্বাচনে এই দুষ্কৃতীদের দলকে শিক্ষা দিতেই হবে। তাদের বাংলার ক্ষমতা থেকে উৎক্ষাত করতে হবে। বুঝিয়ে দিতে হবে যে তাদের মেয়াদ শেষ। তাদের বোঝাতে হবে যে দুর্নীতির মূল্য চোখাতেই হবে।'
আগামী কয়েকদিন মধ্যেই লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর এই এই লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদন করেছেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, 'দুর্বত্তদের দলকে একটা ভোটও নয়। আমাদের ৪২ আসনের মধ্যে ৪২ আসনই দখল করতে হবে। যাতে তৃণমূল বাংলা থেকে মুছে যায়। আমরা খবর পাচ্ছি, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে। অনেকেই দল ছাড়তে চাইছেন। সিবিআই ও ইডি এই দলের নেতাদের ধাওয়া করেছে। ভাল নেতারাও বেরিয়ে যাচ্ছেন। আসন্ন লোকসভা নির্বাচনে শপথ নিন এই দুর্বত্তদের একটা ভোটও দেওয়া যাবে না। তারা নারী নির্যাতন করে। সন্দেশখালির ঘটনা সবাই জানেন। আমাদের শপথ নিতে হবে। এই লোকসভা নির্বাচন থেকে উদ্যোগ নিতে হবে। নোট ভোট টু তৃণমূল, তৃণমূলকে একটা ভোটও নয়।'