Advertisement

INDIA জোট শরিক বামের বিরুদ্ধেই কেন ভোটে দাঁড়ালেন? রাহুল নিয়ে প্রশ্ন বিজয়নের

দিল্লিতে জোট। আর ওয়ানাডে তাদের বিরুদ্ধেই ভোট। এমনই অভিযোগ তুলে রাহুল গান্ধীকে বিঁধলেন পিনারাই বিজয়ন। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'সিপিআই-এর অ্যানি রাজার বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী। এদিকে সিপিআই INDIA ব্লকের অংশ।'

রাহুল গান্ধীর সিদ্ধান্তের সমালোচনা কেরলের মুখ্যমন্ত্রীর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Apr 2024,
  • अपडेटेड 1:30 PM IST
  • দিল্লিতে জোট। আর ওয়ানাডে তাদের বিরুদ্ধেই ভোট। এমনই অভিযোগ তুলে রাহুল গান্ধীকে বিঁধলেন পিনারাই বিজয়ন।
  • সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'সিপিআই-এর অ্যানি রাজার বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী।
  • এক সংবাদ সম্মেলনে পিনারাই বিজয়ন বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে না লড়ে কেরলে কেন এলেন রাহুল গান্ধী? এই নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন।'

দিল্লিতে জোট। আর ওয়ানাডে তাদের বিরুদ্ধেই ভোট। এমনই অভিযোগ তুলে রাহুল গান্ধীকে বিঁধলেন পিনারাই বিজয়ন। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'সিপিআই-এর অ্যানি রাজার বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী। এদিকে সিপিআই INDIA ব্লকের অংশ।'

এক সংবাদ সম্মেলনে পিনারাই বিজয়ন বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে না লড়ে কেরলে কেন এলেন রাহুল গান্ধী? এই নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন।'

'এর মানে কী দাঁড়াচ্ছে? রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের প্রধান নেতা এবং বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) বিরুদ্ধে লড়াই করছেন, যারা কিনা সেই একই জোটের অংশ,' বলেন তিনি৷

'কেরলে রাহুল গান্ধী কার বিরুদ্ধে লড়ছেন? আমরা কি বলতে পারি তিনি কেরলে বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমরা কি বলতে পারি তিনি বিজেপির বিরুদ্ধে লড়তে কেরলে এসেছিলেন? তিনি এলডিএফ-এর বিরুদ্ধে ভোটে লড়তে এখানে আসছেন,' বলেন পিনরাই বিজয়ন।

তিনি বলেন, 'বিজেপি যাতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় না আসে, তা নিশ্চিত করার জন্য INDIA ব্লক তৈরি করা হয়েছিল।'

রাহুল গান্ধীকে আক্রমণ করে পিনারাই বিজয়ন বলেন, 'রাহুল গান্ধী কেরলে আসছেন, অ্যানি রাজার বিরুদ্ধে ভোটে লড়ছেন। তিনি(অ্যানি রাজা) সিপিআইয়ের একজন জাতীয় নেতা। মণিপুর হিংসার সময় বিজেপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে দেশবিরোধী বলা হয়েছিল।'

তিনি বলেন, দেশে যেখানই মণিপুরের মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতিবাদ হয়েছে, সেখানেই অ্যানি রাজা উপস্থিত ছিলেন।'

'কিন্তু, আমরা কি কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধীকে দেখেছি? কে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তা তাঁরা নিজেরাই ঠিক করতে পারেন... সকলে তাঁর কেরলে আসা এবং সরাসরি কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে না লড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে।' 

কেরলে আগামী ২৬ এপ্রিল ২০টি লোকসভা আসনে ভোট৷ ৪ জুন ভোট গণনা৷

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement