Advertisement

PM Modi Net Worth: বাড়ি নেই-গাড়ি নেই, PM মোদীর সম্পত্তি কত? হলফনামায় যা জানালেন

PM Narendra Modi Net Worth: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর কাছে 3.02 কোটি টাকার অস্থাবর সম্পদ আছে। সেই সঙ্গে তাঁর কাছে নগদ 52,920 টাকা রয়েছে। 2024 সালের হলফনামা অনুযায়ী, তাঁর জমি, বাড়ি বা গাড়ি নেই।

হলফনামায় নিজের মোট সম্পদের হিসাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aajtak Bangla
  • বারাণসী,
  • 15 May 2024,
  • अपडेटेड 9:13 AM IST
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি 3,02,06,889 টাকা।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত ফিক্সড ডিপোজিট এবং জাতীয় সঞ্চয় শংসাপত্রেই(NSC) বেশি টাকা রাখেন।
  • নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তাঁর সম্পদের তথ্য দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 31 মার্চ, 2024 পর্যন্ত তাঁর কাছে নগদ 52,920 টাকা ছিল।

PM Narendra Modi Net Worth: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি 3,02,06,889 টাকা। 2024 সালের হলফনামা অনুযায়ী, তাঁর জমি, বাড়ি বা গাড়ি নেই। 

সঞ্চয়, বিনিয়োগ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত ফিক্সড ডিপোজিট এবং জাতীয় সঞ্চয় শংসাপত্রেই(NSC) বেশি টাকা রাখেন।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তাঁর সম্পদের তথ্য দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, 31 মার্চ, 2024 পর্যন্ত তাঁর কাছে নগদ 52,920 টাকা ছিল। সেভিংস অ্যাকাউন্ট, এফডি সহ সমস্ত আমানত মিলিয়ে রয়েছে 2.85 কোটি টাকা। এর মধ্যে, SBI-এর গান্ধীনগর শাখায় খোলা অ্যাকাউন্টে 73,304 টাকা এবং বারাণসী কেন্দ্রে অবস্থিত SBI-এর অ্যাকাউন্টে 7,000 টাকা জমা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় সঞ্চয় শংসাপত্রে (NSC ডিপোজিট) 9,12,000 টাকা আছে। এছাড়াও তাঁর অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে 4টি সোনার আংটি, যার মূল্য 2,67,750 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর কোনও স্থাবর সম্পত্তি নেই। তাঁর নামে কোনও বাড়ি বা জমি নেই। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কোনও গাড়ি নেই।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) একটি সরকার-সমর্থিত স্থায়ী-আয় বিনিয়োগ প্রকল্প।পোস্ট অফিসের মাধ্যমে আপনিও করতে পারেন। ক্লিয়ারট্যাক্সের রিপোর্ট অনুসারে এতে 7.7% বার্ষিক ইন্টারেস্ট পাবেন। 80C ধারার অধীনে ট্যাক্স বেনিফিট পাবেন। ঝুঁকিও নেই।

NSC-তে পাঁচ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে। 1,000 টাকা দিয়েও বিনিয়োগ করা যায়।

প্রধানমন্ত্রী মোদীর হোয়াটসঅ্যাপ নেই

প্রধানমন্ত্রী মোদী তাঁর নির্বাচনী হলফনামায় মোবাইল নম্বর এবং ইমেল আইডি ঘোষণা করেছেন।মোবাইল নম্বরটি অবশ্য হোয়াটসঅ্যাপে নেই।

TrueCaller অ্যাপে মোবাইল নম্বর 'Pm Narendra Ji' হিসাবে দেখায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী হলফনামায় যে ইমেল আইডি শেয়ার করেছেন সেটি হল narendramodi@narendramodi.in।

গত নির্বাচনী হলফনামাতেও, প্রধানমন্ত্রী তাঁর মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস শেয়ার করেছিলেন।

প্রধানমন্ত্রী কত বেতন পান? (PM Modi Salary)
প্রধানমন্ত্রীর কার্যালয় একাধিকবার এই তথ্য শেয়ার করেছে। ভারতের প্রধানমন্ত্রীর বেতন বছরে প্রায় 20 লক্ষ টাকা। এই হিসাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। মূল বেতন ছাড়াও প্রধানমন্ত্রীর প্রাপ্ত বেতনের মধ্যে রয়েছে দৈনিক ভাতা, এমপি ভাতাসহ আরও অনেক ভাতা।

খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন এই লিঙ্কে
খবরটি ইংরাজিতে পড়তে ক্লিক করুন এই লিঙ্কে

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement