Advertisement

PM Modi-Rahul Gnahdi: 'কংগ্রেসকে মুছে দিন', রাহুলের আগুন-মন্তব্য়ের পাল্টা হুঙ্কার মোদীর

দেশ থেকে কংগ্রেসকে মুছে ফেলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর 'আগুন লাগানো হবে' মন্তব্যের পাল্টা মঙ্গলবার উত্তরাখণ্ডের রুদ্রপুরের সভায় কংগ্রেসকে এ ভাষাতেই নিশানা করলেন মোদী। 

রাহুলকে নিশানা মোদীর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2024,
  • अपडेटेड 12:15 AM IST
  • দেশ থেকে কংগ্রেসকে মুছে ফেলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • রাহুল গান্ধীর 'আগুন লাগানো হবে' মন্তব্যের পাল্টা সরব মোদী।
  • রাহুলকে নিশানা মোদীর।

দেশ থেকে কংগ্রেসকে মুছে ফেলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর 'আগুন লাগানো হবে' মন্তব্যের পাল্টা মঙ্গলবার উত্তরাখণ্ডের রুদ্রপুরের সভায় কংগ্রেসকে এ ভাষাতেই নিশানা করলেন মোদী। 

রাহুলকে নাম না করে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, 'কংগ্রেস এবং ইন্ডি জোট নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। কংগ্রেসের যুবরাজ হুমকি দিয়েছেন যে, যদি মোদী ফের ক্ষমতায় আসেন, তা হলে আগুন জ্বলবে।' প্রধানমন্ত্রী বলেছেন, 'ক্ষমতার বাইরে থেকে এতটাই উদ্ধত হয়ে গিয়েছে দলটা যে দেশে আগুন লাগানোর কথা বলছে।' এরপরে জনতার উদ্দেশে মোদী বলেন, 'আপনারা এটা করতে দেবেন? এটা কি গণতন্ত্রের ভাষা? আপনারা ওঁদের শাস্তি দেবেন না?' 

কংগ্রেসকে টার্গেট করে মোদী আরও বলেছেন, 'জরুরি অবস্থার মানসিকতা রয়েছে কংগ্রেসের। গণতন্ত্রের প্রতি ওদের কোনও বিশ্বাস নেই। তাই উস্কানি দিচ্ছে। সব জায়গা থেকে মুছে দিন ওদের।'

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সভায় রাহুল বলেছেন যে, বিজেপি যদি আবার ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে ক্ষমতায় ফেরে, তা হলে সংবিধান বদলে দেবে। দেশে আগুন জ্বলবে। রাহুলের এই মন্তব্যের পাল্টা মঙ্গলবার সরব হলেন মোদী। 

এর আগে, রাহুলের  'শক্তি' মন্তব্য নিয়ে  সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, 'ইস্তেহার প্রকাশ করেছে ইন্ডি জোট। শক্তিকে শেষ করার কথা বলেছে ওরা। চ্যালেঞ্জ গ্রহণ করলাম।' শক্তিকে নারীর প্রতীক বলে বর্ণনা করে মোদী বলেন, 'একদিকে ওরা শক্তিকে বিনাশ করার কথা বলছে। আবার অন্য দিকে, শক্তির আরাধনা করছে।' কে শক্তির আশীর্বাদ পাবেন এবং কে শক্তিকে বিনাশ করবেন, তা ৪ জুনই জানা যাবে, তেলঙ্গানার সভায় এভাবেই রাহুলের শক্তি-মন্তব্যকে হাতিয়ার করেন মোদী। তাঁর কথায়,'৪ জুন লড়াই হবে।' 'ভারত জোড়া ন্যায় যাত্রা'র সমাপ্তি অনুষ্ঠানে রাহুল শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন যে, 'হিন্দু ধর্মে একটা শক্তি আছে। আমাদের লড়াই মোদী বা বিজেপির বিরুদ্ধে নয়, একটি শক্তির বিরুদ্ধে।' 

Advertisement

রাহুলকে অতীতেও নানা সময় আক্রমণ করেছেন মোদী। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাহুলকে কটাক্ষের সুরে মোদী বলেছিলেন, 'যুবরাজকে স্টার্টআপ হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু নন-স্টার্টার হয়ে গেলেন।' এর আগে,লোকসভার ভাষণেও রাহুলকে নিশানা করেছিলেন মোদী। বলেছিলেন, 'একই প্রোডাক্ট বার বার লঞ্চ করার চক্করে কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার পথে।' অন্য দিকে, লোকসভা নির্বাচনের আগে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নজর কেড়েছে। এই আবহে রাহুলকে মোদীর আক্রমণ উল্লেখযোগ্য।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement