Advertisement

Modi at Bengal: চলতি সপ্তাহেই ফের বাংলায় PM মোদী, কবে? আজ প্রচারে শাহ

গত শুক্রবার রাজ্যে তিনটে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাত দিনের মধ্যে ফের বাংলায় আসছেন মোদী। এবার পরপর দু'দিন জনসভা রয়েছে তাঁর। জানা গিয়েছে আগামী শনিবার, ১১ মে হাওড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী ৷ তারপরে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন ৷ পরদিন ১২ মে হুগলি লোকসভা কেন্দ্রে জনসভায় যাবেন মোদী৷

মোদী-শাহের সভা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2024,
  • अपडेटेड 10:22 AM IST

গত শুক্রবার রাজ্যে তিনটে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাত দিনের মধ্যে ফের বাংলায় আসছেন মোদী। এবার পরপর দু'দিন জনসভা রয়েছে তাঁর। জানা গিয়েছে আগামী শনিবার, ১১ মে হাওড়ায় সভা করবেন প্রধানমন্ত্রী ৷ তারপরে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন ৷ পরদিন ১২ মে হুগলি লোকসভা কেন্দ্রে জনসভায় যাবেন মোদী৷

সূত্রের খবর,  চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগেই ফের রাজ্যে আসছেন  প্রধানমন্ত্রী। ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন মোদী। পরের দিন ১২ মে আরামবাগ-সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত,  নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যে ইতিমধ্যেই ১২টি সভা করেছেন প্রধানমন্ত্রী। 

সাত দফায় এবার রাজ্যে লোকসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম দফায় ভোট হবে হাওড়া লোকসভা কেন্দ্রে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী ৷ ১১ মে প্রধানমন্ত্রীর জনসভা করবেন তার জন্যই  ৷ এছাড়া জেলার আরেক কেন্দ্র উলুবেড়িয়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় চৌধুরী ৷  মোদীর সভায় তিনিও থাকতে পারেন বলে খবর । পরদিন অর্থাৎ রবিবার হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ এখানেও ভোট ১১ মে ৷ হুগলির সভায় উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবীরশঙ্কর বসু ৷

এদিকে আজ অর্থাৎ সোমবার রাজ্যে ফের প্রচারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন ৷ ওই সভায় দিলীপের পাশাপাশি উপস্থিত থাকতে পারেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াও ৷ এছাড়াও আগামী ৮ মে বনগাঁ, বীরভূম এবং আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটের প্রচারে দেখা যাবে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ৷ তাঁর সঙ্গে১০ মে কৃষ্ণনগর, ব্যারাকপুর এবং হুগলিতে সভা করবেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ৷ গত বৃহস্পতিবার প্রচারে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী মোদি ৷ রাজভবনে রাত্রিবাস করেন ৷ শুক্রবার একে একে বর্ধমান, কৃষ্ণনগর এবং বোলপুরে সভা করেন ৷ অন্যদিকে, গত মঙ্গলবার বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করেন অমিত শাহ ৷

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement