ডায়মন্ড হারবারে অভিষেকের রেকর্ড জয়
ডায়মন্ড হারবারে ৭,১০,৯৩০ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা গোটা দেশের রেকর্ড ব্যবধানে জয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পেয়েছেন ৩,৩৭,৩০০ ভোট।
বহরমপুরে ইন্দ্রপতন
১৯৯৯ সাল থেকে বহরমপুরের সাংসদ ছিলেন অধীর চৌধুরী। এবার তাঁকে হারের মুখ দেখতে হল। ৮৫ হাজারের বেশি ভোটের ব্যবধারে হেরেছেন অধীর। বহরমপুরে জিতলেন তৃণমূলের ইউসুফ পাঠান।
দিলীপের হার
গতবার মেদিনীপুরে দাঁড়িয়ে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবার তাঁর কেন্দ্রবদল করেছিল বিজেপি। নতুন আসনে জিততে পারলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দিলীপকে ১,৩৭,৯৮১ ভোটে হারালেন তৃণমূলের কীর্তি আজাদ।
মুর্শিদাবাদে হার সেলিমের
মহম্মদ সেলিম হারলেন মুর্শিদাবাদে। তবে ৪২ কেন্দ্রের মধ্যে এই একটি কেন্দ্রেই দ্বিতীয়স্থানে থাকল সিপিএম। তৃণমূলের আবু তাহের জিতলেন ১,৬৪,২১৫ ভোটে।
কৃষ্ণনগরে মহুয়ার জয়
কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়কে হারিয়েছেন মহুয়া মৈত্র। জয়ের ব্যবধান ৫৬,৭০৫।
তমলুকে জয়ী অভিজিৎ
বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তমলুকে তাঁকে টিকিট দিয়েছিল বিজেপি। ওই কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে ৭৬,৮৬৭ ভোটে হারিয়েছেন অভিজিৎ।
-ডায়মন্ড হারবারে ৪ লক্ষের বেশি ব্যবধানে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়
-বহরমপুরে পিছিয়ে অধীর চৌধুরী। ১১,৩৫৪ ভোটে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান।
-বালুরঘাটে পিছিয়ে সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি ৯ হাজারের বেশি ভোটে পিছিয়ে। এগিয়ে বিপ্লব মিত্র।
- বহরমপুরে দেড় হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। তৃতীয় স্থানে অধীর চৌধুরী।
- ভোট প্রবণতায় কোচবিহার থেকে তৃণমূলের জগদীশ চন্দ্র, আলিপুরদুয়ার থেকে বিজেপির মনোজ টিগ্গা, জলপাইগুড়ি থেকে বিজেপির জয়ন্ত কুমার রায়, দার্জিলিং থেকে বিজেপির রাজু বিস্তা এবং রায়গঞ্জ থেকে বিজেপির কার্তিক চন্দ্র পাল এগিয়ে রয়েছেন।
- ডায়মন্ড হারবারে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যে বিজেপিকে পিছনে ফেলল তৃণমূল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিক ভোট প্রবণতায় ২৩ আসনে এগিয়ে গেল তৃণমূল। বিজেপি এগিয়ে ৯ আসনে। ২ আসনে এগিয়ে কংগ্রেস।
- মেদিনীপুরে এগিয়ে অগ্নিমিত্রা পল
- ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ঘাটালে এগিয়ে তৃণমূলের দীপক অধিকারী।
- কলকাতা উত্তরে এগিয়ে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
- কাঁথিতে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
- যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। দ্বিতীয় বিজেপি। তৃতীয় স্থানে সিপিএম।
- বীরভূমে এগিয়ে গিয়েছেন মালা রায়।
- আসানসোলে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন এসএস আলুওয়ালিয়া।
- প্রাথমিক ভোট প্রবণতায় কৃষ্ণনগর থেকে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
-প্রাথমিক ভোট প্রবণতায় তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়,কাঁথি থেকে বিজেপির সৌমেন্দু অধিকারী, ঘাটাল থেকে দীপক অধিকারী এবং ঝাড়গ্রাম থেকে এগিয়ে বিজেপির প্রণত টুডু।
-বাংলায় প্রাথমিক ভোট প্রবণতায় এগিয়ে বিজেপি। ১৪ আসনে এগিয়ে বিজেপি। ১৩ আসনে এগিয়ে তৃণমূল। ২ আসনে এগিয়ে ইন্ডি জোট।
- পশ্চিমবঙ্গে প্রাথমিক ভোট প্রবণতায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (তমলুক), সৌমেন্দু অধিকারী (কাঁথি) এগিয়ে রয়েছেন।
- বহরমপুরে পিছিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এগিয়ে গিয়েছেন ইউসুফ পাঠান। ১৯৯৯ সাল থেকে তিনি ওই কেন্দ্রের সাংসদ।
- ভোটগণনা শুরু হওয়ার আগে উত্তপ্ত কাঁথি প্রভাত কুমার কলেজ চত্বর। বিজেপি'র কাউন্টিং এজেন্ট ও তৃণমূলের কাউন্টিং এজেন্টদের মধ্যে বাদানুবাদ।
বরাবরই দক্ষিণবঙ্গে দাপট দেখায় তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গেই কামাল করেছিল ঘাসফুল। বিজেপি উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৭টি জিতেছিল। দক্ষিণবঙ্গে আবার ৩৪টি আসনের মধ্যে ২২টি পেয়েছিল ঘাসফুল শিবির। দক্ষিণবঙ্গের এই স্ট্রাইকরেট কি ধরে রাখতে পারবে রাজ্যের শাসক দল?