Advertisement

Kamalnath: কমলনাথও BJP-তে যাচ্ছেন? কৈলাস বলছেন, 'বাসি ফল নেব না'

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া কেন্দ্র থেকে ৯ বার লোকসভা নির্বাচন জিতেছেন কমলনাথ। গত দুবার ছিন্দওয়াড়া থেকে বিধায়কও নির্বাচিত হন। কমলনাথের ছেলে নকুলনাথ বর্তমানে ছিন্দওয়াড়ার সাংসদ। ২০১৮ সালে ডিসেম্বর থেকে ২০২০ সাল পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

kamalnath, kailash vijayvargiya
Aajtak Bangla
  • ইন্দোর,
  • 07 Feb 2024,
  • अपडेटेड 9:29 AM IST
  • সব গুজব, দাবি কমলাথের
  • প্রার্থী নিয়ে দল সিদ্ধান্ত নেবে
  • ৯ বারের সাংসদ কমলনাথ

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেসের একদা সভাপতি। কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত কমলনাথেরও (Kamalnath) এবার বিজেপি যোগের জল্পনা। এখন প্রশ্ন হল, কমলনাথের যদি বিজেপি যোগ দেওয়ার ইচ্ছেও থাকে, তাহলেও কি তাঁর বিজেপি যোগদান খুব মসৃণ হবে? বাদ সাধছেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, কমলনাথের জন্য বিজেপি-র দরজা বন্ধ।

কমলনাথকে 'বাসি ফল' কটাক্ষ করে কৈলাস বললেন, 'যদি কেউ বাজারে ফল কিনতে যায়, সে তো তাজা ফলই কিনবে। বাসি ফল কিনবে নাকি? আমরা ওঁকে (কমলনাথ) বিজেপি-তে নেব না। উনি যদি আসতেও চান, ওঁর জন্য দরজা বন্ধ।'

সব গুজব, দাবি কমলাথের

বিজেপি-তে তাঁর যোগদানের চর্চা যখন তুঙ্গে, তখন কমলনাথ গোটা বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন। যদিও কমলনাথের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'যে কোনও রাজনৈতিক নেতা স্বাধীন। কোনও একটি নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত থাকার বাধ্যবাধকতা নেই। যে কোনও ব্যক্তি যে কোনও দলে যোগ দিতে পারেন।'

প্রার্থী নিয়ে দল সিদ্ধান্ত নেবে

কংগ্রেসের অন্দরের খবর, আগামী লোকসভা নির্বাচনে প্রার্থীতালিকা নিয়েই কংগ্রেসের সঙ্গে অশান্তি চলছে কমলনাথের। কমলনাথের বক্তব্য, প্রার্থী বাছাই দল করবে জেতার ক্ষমতার উপর ভিত্তি করে দল সিদ্ধান্ত নেবে প্রার্থীতালিকা নিয়ে।

৯ বারের সাংসদ কমলনাথ

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া কেন্দ্র থেকে ৯ বার লোকসভা নির্বাচন জিতেছেন কমলনাথ। গত দুবার ছিন্দওয়াড়া থেকে বিধায়কও নির্বাচিত হন। কমলনাথের ছেলে নকুলনাথ বর্তমানে ছিন্দওয়াড়ার সাংসদ। ২০১৮ সালে ডিসেম্বর থেকে ২০২০ সাল পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement