Advertisement

Abhishek Banerjee Margin: '৪ লাখের বেশি ব্যবধানে জিতব,' ডায়মন্ড হারবারে প্রচারের শেষ দিনে দাবি অভিষেকের

লোকসভা ভোটের প্রচারের শেষ দিনে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই আরও একবার ৪ লক্ষ ভোটে জেতার হুঙ্কার দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। কেবল ফলতা থেকেই এক লক্ষ ভোটের লিড পাবেন বলে দাবি করেন অভিষেক।

ডায়মন্ড হারবারে হুঙ্কার অভিষেকের
Aajtak Bangla
  • ডায়মন্ড হারবার ,
  • 30 May 2024,
  • अपडेटेड 12:33 PM IST

লোকসভা ভোটের প্রচারের শেষ দিনে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই আরও একবার ৪ লক্ষ ভোটে জেতার হুঙ্কার দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। কেবল ফলতা থেকেই এক লক্ষ ভোটের লিড পাবেন বলে দাবি করেন অভিষেক। 

আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল এই ডায়মন্ড হারবার কেন্দ্রটি। কারণ এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এখানে একেবারে শেষ মুহূর্তে প্রার্থী ঘোষণা করে বিজেপি। অভিজিৎ দাস এখানে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন। আইএসএফ প্রার্থী হয়েছেন মজনু লস্কর। তবে এই কেন্দ্রে জয়ের হ্যাট্রিক করার বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের বিষয়ে শুধু আত্মবিশ্বাসীই নন, জয়ের ব্যবধান আগের থেকে বাড়বে বলেই তিনি দাবি করেছেন। বৃহস্পতিবার ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের রোড শো-এর পর সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন অভিষেক। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবার তিনি ডায়মন্ড হারবারে ৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন যা, ২০১৪ সাল এবং ২০১৯ সালের থেকেও বেশি। অভিষেক দাবি করেন, সারা বাংলার মধ্যে ডায়মন্ড হারবারই জয়ের নতুন রেকর্ড গড়বে।  অভিষেক ২০১৪ সালে ৪০.৭১ শতাংশ ভোট পেয়েছিলেন। সংখ্যার হিসেবে তিনি ভোট পেয়েছিলেন ৫ লাখ ৮ হাজার ৪৮১টি। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী আবুল হাসনত পেয়েছিলেন ৪ লাখ ৩৭ হাজার ১৮৭টি ভোট। তবে সেই সময় বিজেপি ছিল তৃতীয় স্থানে।  ২০১৯ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিকটতম প্রার্থী বিজেপির নীলাঞ্জন রায়কে ৩ লক্ষেরও বেশি ভোটে হারান। সেবার তিনি মোট ৫৬.১৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ৪ লাখ ৭০ হাজার ৫৩৩ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী। তিনি পেয়েছিলেন ৩৩.৩৯ ভোট। অন্যদিকে, সিপিএমের প্রার্থী ডঃ ফুয়াদ হালিম তখন পেয়েছিলেন মাত্র ৯৩ হাজার ৯৪১টি ভোট। শতাংশের নিরিখে যা ছিল মাত্র ৬.৬৬ শতাংশ। কংগ্রেসের প্রার্থী সৌম্য আইচ রায় মাত্র ১৯ হাজার ৮২৮টি ভোট পেয়েছিলেন। কার্যত রেকর্ড ভোটে জয়ী হওয়ার পর ডায়মন্ড হারবার রীতিমতো ঢেকে যায় সবুজ আবিরে। আর এবার ভোটে জয়ের ব্যবধান অতীতের রেকর্ড ভেঙে দেবে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement