তৃণমূলের তারকা প্রার্থী দেবের মন্তব্য ঘিরে হইচই পড়ে গেল। ঘাটালের বিদায়ী সাংসদের আশঙ্কা, খুন হতে পারেন বিজেপি কর্মী। তার দায় চাপানো হবে তৃণমূলের উপর, এমনই চক্রান্ত করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তাঁর দল। দেবের এ হেন আশঙ্কা ঘিরে ভোটের আবহে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।
ঠিক কী দাবি করেছেন দেব?
মঙ্গলবার কেশপুরে ঘাটালের বিদায়ী সাংসদ বলেছেন, 'বিজেপির যে প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য পড়ে রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে, কেশপুরে তাঁরা কোনও একটা ষড়যন্ত্র করেছেন। নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।'
এই প্রসঙ্গে দেব আরও বলেছেন, 'আমি আগে থেকে বলে রাখছি, এরকম ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে ১০ বছর ধরে শান্তি রেখেছি। শান্তি রাখার চেষ্টা করেছি। জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যেভাবে উঠেপড়ে লেগেছে, যে ভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, সে কথা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এূবং নির্বাচন কমিশনের কাছে।' দেবের আশঙ্কা, আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে খুন হতে পারে কেশপুরে।
এই নিয়ে তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে জোড়াফুল প্রতীকে লড়ছেন দেব। এবছর ভোটে না দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন সুপারস্টার। পরে অবশ্য রাজি হন তিনি। দেবের বিপরীতে এবার ঘাটাল থেকে পদ্ম প্রতীকে লড়ছেন টলিপাড়ার আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুরের বিজেপি বিধায়ক প্রথমবার সাংসদ হওয়ার দৌড়ে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দেবকে প্রায়শই নিশানা করছেন হিরণ। পাল্টা পুরোদমে প্রচার সারছেন দেবও। এই আবহে হিরণের বিরুদ্ধে দেবের এমন চক্রান্তের অভিযোগ এই পর্বে নয়া মাত্রা যোগ করেছে। যদিও এই প্রসঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া দেননি হিরণ।