Advertisement

এ বার উদ্ধবের পালা? INDIA জোটের আরেক শরিক বলছেন, 'প্রধানমন্ত্রী মোদী আমাদের শত্রু নন'

Lok Sabha Elections 2024: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে একটি আসনও ছাড়তে চান না, ঘোষণা করে দিয়েছেন। এবার পালা শিবসেনার (UBT) সভাপতি উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)? মোদী সরকারকে আক্রমণ করলেও ঝাঁঝ অনেক কম। এমনকী প্রচ্ছন্নে বন্ধুত্বের বার্তা দিলেন বললেও অত্যুক্তি হয় না।

Uddhav Thackeray and PM Narendra Modi
Aajtak Bangla
  • মুম্বই,
  • 05 Feb 2024,
  • अपडेटेड 9:37 AM IST
  • অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শত্রু ছিলেন না
  • উদ্ধবের আক্রমণে ঝাঁঝ কম, বন্ধুত্বের বার্তা
  • পরবর্তীকালে আর প্রজাতন্ত্র দিবস নয়, একনায়কতন্ত্র দিবস হবে

লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) যতই এগিয়ে আসছে বিরোধী দলগুলির গতিবিধি ততই সন্দেহজন হয়ে উঠছে। নীতিশ কুমার ইতিমধ্যেই NDA-তে ফিরে গিয়েছেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে একটি আসনও ছাড়তে চান না, ঘোষণা করে দিয়েছেন। এবার পালা শিবসেনার (UBT) সভাপতি উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)? মোদী সরকারকে আক্রমণ করলেও ঝাঁঝ অনেক কম। এমনকী প্রচ্ছন্নে বন্ধুত্বের বার্তা দিলেন বললেও অত্যুক্তি হয় না।

অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শত্রু ছিলেন না

উদ্ধবের বক্তব্য, তিনি অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শত্রু ছিলেন না, আজও নেই। উদ্ধবের কথায়, 'মোদীজিই শিবসেনার সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে আসেন এটা দেখতে যে, এখানেও গুজরাত আনা সম্ভব কি না।'

উদ্ধবের আক্রমণে ঝাঁঝ কম, বন্ধুত্বের বার্তা

উদ্ধব ঠাকরের তাত্‍পর্যপূর্ণ মন্তব্য, 'আমি মোদীজিকে বলতে চাই, আমরা আপনার শত্রু ছিলাম না। আজও নই। আমরা আপনার সঙ্গেই ছিলাম। আমরা গতবার আমাদের জোটের জন্য প্রচার করেছিলাম। আপনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার কারণ বিনায়ক রাউতের মতো আমাদের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরে আপনি আমাদের নিজে থেকেই দূরে সরিয়ে দিলেন। আমাদের হিন্দুত্ব ও গেরুয়া ধ্বজা আজও কায়েম রয়েছে। কিন্তু আজ বিজেপি ও গেরুয়া ঝান্ডাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে।'

পরবর্তীকালে আর প্রজাতন্ত্র দিবস নয়, একনায়কতন্ত্র দিবস হবে

উদ্ধব বর্তমানে কঙ্গন সফরে রয়েছেন। সেই সব জায়গায় জনসভা করছেন, যেখানে যেখানে তাঁর দল প্রার্থী দিতে পারে লোকসভা নির্বাচনে। উদ্ধবের বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এ যাবত্‍কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হতে চলেছে। বিজেপি-কে নিশানা করে তিনি বলেন, 'প্রতিবছর আমরা প্রজাতন্ত্র দিবসে একে অপরকে শুভেচ্ছা জানাই। আমার আশঙ্কা, কুর্সিতে বসে থাকা ওই ব্যক্তি যদি ফের নির্বাচিত হন, তাহলে পরবর্তীকালে আর কখনও প্রজাতন্ত্র দিবস হবে না, একনায়কতন্ত্র দিবস হবে। প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই মহারাষ্ট্র আসেন। আমার ভয় হয়, যেখানেই যান, সেখান থেকে কিছু না কিছু গুজরাতে নিয়ে যান। আজ মুসলিম সমাজ আমাদের সঙ্গে আসছে, কারণ তাঁদের বিশ্বাস, আমাদের হিন্দুত্ব দুই ধর্মের মধ্যে আগুন লাগায় না। আমাদের হিন্দুত্ব, রান্নাঘরে উনুন জ্বালায়, আপনাদের হিন্দুত্ব ঘর জ্বালায়।'

Advertisement

খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement