Advertisement

Left Candidates In West Bengal: কংগ্রেস-আইএসএফের জায়গা রেখেই ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৬টিতে প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সম্ভাব্য জোটসঙ্গী আইএসএফ এবং কংগ্রেসের জন্য আসন ছেড়েই ঘোষণা হল বামেদের প্রার্থী তালিকা।

সিপিএমের প্রার্থী তালিকা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Mar 2024,
  • अपडेटेड 6:55 PM IST
  • ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম।
  • এই ১৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন তিন জন মহিলা।

রাজ্যের ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। সুজন চক্রবর্তী, বিপ্লব ভট্ট ছাড়া বাকি ১৪টি আসনেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই ১৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন তিন জন মহিলা। সুযোগ দেওয়া হয়েছে যুব নেতাদের। আইএসএফ ও কংগ্রেসের জন্য কি আসন ছাড়া হল? বিমানের বক্তব্য, কারও জন্য ছাড়ার প্রশ্ন নেই।  

যাদবপুর আসন দাবি করছিল আইএসএফ। কিন্তু ওই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। ওই কেন্দ্রে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তবে ডায়মন্ড হারবার আসনে কোনও প্রার্থী দেওয়া হয়নি। ওই আসনে লড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যাদবপুর কেন আইএসএফ-কে ছাড়া হল না? বিমান বসুর ব্যাখ্যা,'যাদবপুর লোকসভা কেন্দ্র অনেক বড়। এর মধ্যে ভাঙড়ও আছে,আবার টালিগঞ্জও। শুধুমাত্র ভাঙড় নেই।' অর্থাৎ ভাঙড়ে আইএসএফের জনসমর্থনের ভিত্তিতে যাদবপুর আসন নওশাদদের ছাড়া যেতে পারে না। তাহলে কি ডায়মন্ড হারবার ছাড়বেন? বিমানের জবাব,'কথাবার্তা বলতে চাইলে আমরা বলব। আর ওরা যাদবপুরই চেয়েছিল। ডায়মন্ড হারবার চায়নি'। বস্তুত এ দিন আইএসএফ যে ৮টি আসনে লড়ার কথা ঘোষণা করেছে, তার মধ্যে নেই ডায়মন্ড হারবার।   

এদিকে কংগ্রেসের গতবারের জেতা আসনেও প্রার্থী দেওয়া হয়নি। বহরমপুর, মালদা উত্তর ও দক্ষিণ, রায়গঞ্জের মতো আসনে প্রার্থী ঘোষণা হয়নি। কংগ্রেসের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলেও স্পষ্ট করে দিয়েছেন বিমান।  

বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা 

কোচবিহার- নীতীশচন্দ্র রায় (ফব)

জলপাইগুড়ি- দেবরাজ বর্মন (সিপিএম)

বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)

কৃষ্ণনগর- এসএম সাজি (সিপিএম)

দমদম- সুজন চক্রবর্তী (সিপিএম)

যাদবপুর- সৃজন ভট্টাচার্য (সিপিএম)

দক্ষিণ কলকাতা- সায়রা হালিম (সিপিএম)

Advertisement

হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিএম)

শ্রীরামপুর- দীপ্সিতা ধর (সিপিএম)

হুগলি- মনোদীপ ঘোষ (সিপিএম)

তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিএম)

মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিএম)

বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিএম)

বিষ্ণুপুর- শীতল কৈবর্ত্য (সিপিএম)

বর্ধমান পূর্ব- নীরব খাঁ (সিপিএম)

আসানসোল- জাহানারা খান (সিপিএম)

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement