প্রতীক্ষার অবসান। শুক্রবার দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় এবার ভোটগ্রহণ চলবে। প্রথম দফার নির্বাচন শুক্রবার। পশ্চিমঙ্গের ৩ কেন্দ্রে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ করা হবে। প্রথম দফার নির্বাচনে অশান্তি এড়াতে তৎপর নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলার এই ৩ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কোচবিহার। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কোচবিহারেই রক্ত ঝরেছিল। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছিল। ৩ বছর পর ফের ভোটের লাইনে কোচবিহার। এবার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই জেলায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অন্য দিকে, কোচবিহারে এবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অন্য দিকে, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে 'নজরবন্দি' করেছে কমিশন।
অন্য দুই কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িও আলোচনায় রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড়ে প্রাণহানি ঘটেছে জলপাইগুড়িতে। যা নিয়ে ভোটের আগে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। অন্য দিকে, আলিপুরদুয়ারে কেমন ভোট হয়, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।
কোচবিহার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহারে এবার মোট বুথ ২০৪৩টি, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ১১ কোম্পানি।
আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারে মোট বুথ ১৮৬৭টি। কেন্দ্রীয় বাহিনী থাকছে ৬৩ কোম্পানি।
জলপাইগুড়ি
জলপাইগুড়ি কেন্দ্রে মোট বুথ ১৯০৪টি। কেন্দ্রীয় বাহিনী থাকছে ৭৫ কোম্পানি।
প্রথম দফায় কোন প্রার্থীদের ভাগ্যপরীক্ষা
কোচবিহার- তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, বাম প্রার্থী নীতিশ রায়।
জলপাইগুড়ি- তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, বাম প্রার্থী মিলি ওঁরাও।
আলিপুরদুয়ার- তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক, বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, বাম প্রার্থী দেবরাজ বর্মণ।