Advertisement

Lok Sabha Elections 2024: ভেঙে গেল INDIA জোট? বাংলায় একা ভোটে লড়বে TMC, ঘোষণা মমতার

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে নাম না করে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। বললেন, 'INDIA জোটের শরিক হিসেবে সৌজন্য বোধে আমাকে একবারও জানিয়েছে, দিদি আপনার রাজ্যে আসছি?'। মমতার এদিনের বক্তব্যে রাজনৈতিক মহলের জল্পনা, ভেঙেই গেল বিরোধীদের INDIA জোট।

Lok Sabha Elections 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2024,
  • अपडेटेड 12:53 PM IST
  • 'কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই'
  • মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে রাহুল কী বলেছিলেন?
  • আমি অপমানিত বোধ করেছি, বলেছিলেন মমতা

লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) পশ্চিমবঙ্গে একক ভাবেই লড়াই করবে তৃণমূল কংগ্রেস। আজ অর্থাত্‍ বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে নাম না করে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। বললেন, 'INDIA জোটের শরিক হিসেবে সৌজন্য বোধে আমাকে একবারও জানিয়েছে, দিদি আপনার রাজ্যে আসছি?'। মমতার এদিনের বক্তব্যে রাজনৈতিক মহলের জল্পনা, ভেঙেই গেল বিরোধীদের INDIA জোট।

'কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই'

বিরোধী জোটের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা উঠছে, মমতার আজকের ঘোষণার পরে। বিরোধী জোট নিয়ে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে কংগ্রেসের আলোচনা চলছে বলে জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ২৫ জানুয়ারি রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ঢুকছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাঁটবেন রাহুল। এহেন পরিস্থিতিতে নাম না করেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মমতা। একই সঙ্গে ঘোষণা করে দিলেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। এমনকী রাহুলের দাবিকে 'মিথ্য কথা' বললেন তৃণমূলনেত্রী। এদিন মমতা বলেন, 'আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। বাংলায় যে আসছে, আমি ইন্ডিয়া জোটের শরিক হিসেবে সৌজন্যতার খাতিরেও আমাকে জানায়নি। আমাকে একবারও জানিয়েছে? দিদি আপপনার রাজ্যে আসছি। বাংলার ব্যাপারে আমার সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। আঞ্চলিক দলগুলির বিষয়ে কেউ কোনও নাক গলাবে না। এটাই আমি বলেছি। সর্বভারতীয় ক্ষেত্রে কী করব, নির্বাচনের পরে ভাববো। আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। অ্যাবসোলিউটলি মিথ্যা কথা!'

মমতার সঙ্গে সম্পর্ক নিয়ে রাহুল কী বলেছিলেন?

মঙ্গলবার গুয়াহাটিতে রাহুল বলেছিলেন, 'আমাদের (কংগ্রেস-তৃণমূলের) যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না। মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক খুবই ভাল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই রকম হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলেন। এটা অস্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে আসন সমঝোতায় বাধা হয়ে দাঁড়াবে না।'

Advertisement

আমি অপমানিত বোধ করেছি, বলেছিলেন মমতা

INDIA জোটের বৈঠকে তিনি সম্মান পান না। বিরোধী জোটকে নিয়ন্ত্রণ করে সিপিএম। সোমবার এমনই গুরুতর অভিযোগ করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, 'বিরোধী জোটের নাম ইন্ডিয়া আমি দিয়েছি। কিন্তু, বৈঠকে যোগ্য সম্মান পাই না। সিপিএম বিরোধী জোটকে নিয়ন্ত্রণ করে। তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমাকে অনেক অসম্মান পেতে হয়। কিন্তু, রিজিওনাল পার্টি যেখানে স্ট্রং সেখানে লড়তে দাও, বিজেপিকে সাহায্য করবেন না। বিজেপিকে সাহায্য করলে কেউ মাফ করবে না, আমিও করব না। আমার হিম্মত আছে লড়াই করার মতো। কিন্তু, আমাকে লড়তে দেয় না। যত রক্ত দেওয়ার দেব। কিন্তু, বিজেপিকে একটাও আসন দেব না। একটা লড়াই শুরু হয়েছে, একটা লড়াই চলবে, আমরা লড়ব। যাঁরা লড়ে তাঁরা বেঁচে থাকেন, কাজ করেন।'

'প্রথম দিন কেন বললেনি?' মমতাকে প্রশ্ন অধীরের

আজ অর্থাত্‍ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মমতাকে তীব্র আক্রমণ করেন অধীর। ইন্ডিয়া জোট নিয়ে মমতার অভিযোগ প্রসঙ্গে অধীর বললেন, 'যে দিন দেখলেন সিপিএম মাতব্বরি করছে, সেদিন কেন বলেননি, আমি জোটে থাকব না? ঢববাজিটা এখানেই। সময় মতো বলতে হয়, বেরিয়ে আসতে হয়। এখন বাহানা বানিয়ে বিজেপি-র সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে। পরে মিলিয়ে নেবেন আমার কথা। জোটের মিটিংয়ে প্রথম দিন থেকেই সীতারাম ইয়াচুরি ছিলেন, সেদিন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, আমি জোটে থাকব না? সেদিন কি সিপিএমের ওপর রাগ ছিল না?'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement