লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য আবেদন করবে বিজেপি। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রচারে এসে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, হিংসার কারণে বাংলার গণতন্ত্র প্রায় শেষ হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ২০০-র বেশি মানুষ মারা যায়। এবার ৫ দফা ভোট হয়ে গিয়েছে। মমতার গুন্ডারা কোন ভোটারের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। এবার নির্বাচন কমিশন অবাধ ভোট করানোর ব্যবস্থা করেছে। আমরা কমিশনের কাছে আবেদন জানিয়েছি যাতে ভোটের ফল ঘোষণার পরেও আধা সামরিক বাহিনী এখানে থাকে ও মানুষজনকে সুরক্ষা দেয়।'