পুরোদমে চলছে লোকসভা নির্বাচন। প্রচার ও বক্তৃতার ব্যস্ততার মাঝেই, ইন্ডিয়া টুডে-র কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা, কংগ্রেস পরিবার আমেঠি ছেড়ে যাওয়া এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না কেন? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'গত ১৫ দিন ধরে আমি রায়বেরেলিতে আছি। আমেঠি ও রায়বেরেলি অঞ্চলের সঙ্গে আমাদের পুরনো পারিবারিক সম্পর্ক রয়েছে। এখানকার মানুষ এটাই আশা করেন যে আমরা তাঁদের সবার মাঝে আসব। গ্রামে গ্রামে গিয়ে কথা হবে তাঁদের সঙ্গে। এখানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভোট করানো যায় না।'