১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট। ওই দিনই দেশজুড়ে প্রথম দফার ভোটগ্রহণ। ব্যক্তিগত গাড়ির মালিকদেরও তলব করা হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি মেরঠের। নির্বাচনের ডিউটির জন্য তাঁর প্রাইভেট গাড়ি দিতে চাননি এক ব্যক্তি। তখন সিটি ম্যাজিস্ট্রেট এটি আইনের লঙ্ঘন বিবেচনা করেছেন এবং একটি এফআইআর দায়ের করার নির্দেশ দেন। তাহলে কি প্রাইভেট কারও কিছু সময়ের জন্য নির্বাচনে ব্যবহার করতে পারে কমিশন?