Advertisement

নির্বাচন

'BJP শুধু বোঝে হিন্দু-মুসলমান-পাকিস্তান', ভবানীপুরে প্রচার অভিষেকের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2021,
  • Updated 9:15 PM IST
  • 1/7

ভবানীপুর উপ-নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নেমে BJP-কে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাজনীতি করেন। অন্যদিকে BJP-র তাস সাম্প্রদায়িকতা।

  • 2/7

শনিবার ভোট-প্রচারে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী-নারায়ণের মন্দিরে যান। এই এলাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর প্রতিপক্ষ প্রিয়াঙ্কা টিবরেওয়ালেরও প্রিয় জায়গা। 

  • 3/7

রণকৌশল হিসেবে অভিষেক এখানকার মারোয়ারি ও গুজরাতি সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। 

  • 4/7

পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উন্নয়ন বোঝেন। সেখানে BJP-র রয়েছে শুধু ৩টি শব্দ। হিন্দু-মুসলিম ও পাকিস্তান। রাজনীতি সবসময় উন্নয়নের প্রশ্নে হওয়া উচিত। কখনও ধর্ম বা সাম্প্রদায়িকতার নামে নয়।'

  • 5/7

কারও ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অধিকার BJP-র নেই বলেও দাবি করেন অভিষেক। বলেন, কে কোন ধর্ম পালন করবে তা ঠিক করার অধিকার BJP-র নেই। এই অধিকার তাদের কে দিয়েছে। 

  • 6/7

তারপরই তাঁর সংযোজন, 'আমি হনুমান চালিশা পড়ি। আমি কালী ও শিবের পুজো করি। আমি ধার্মিক কিনা তা ওদের কাছে প্রমাণ করতে হবে?' 

  • 7/7

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের কাছে আবেদনও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  
 

Advertisement
Advertisement