নির্বাচনে এবারেও হারলেন ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সংসদীয় রাজনীতিতে এবারই প্রথম নয়, এর আগে চারবার ভোটে লড়লেও, একবারও জিততে পারেননি তিনি। এবংবারফুং বিধানসভা আসন থেকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (SDF) প্রার্থী হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিকিম ক্রান্তিকারি মোর্চার রিক্সাল দর্জি তাঁর থেকে ৪৩০০ ভোটে পিছিয়ে রয়েছেন। ফলে তাঁর হার মোটামুটি নিশ্চিত বলেই ধরা যায়। দুই প্রার্থীর মধ্যে যে পার্থক্য রয়েছে তা বেশ বড়। তৃতীয় ও শেষ রাউন্ডের গণনায় সেই ব্যবধান ভাইচুং-এর পক্ষে কমিয়ে ফেলা সম্ভব নয়।
ভাইচুং ভুটিয়া এখনও অবধি ৪,০১২টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী রিক্সাল দর্জি এখন পর্যন্ত ৮,৩০০টি ভোট পেয়েছেন। ২০১৮ সালে হামরো সিকিম পার্টি তৈরি করলেও, পরে ২০২৩ সালে এসডিএফ-এর সঙ্গে হাত মেলান তিনি। ভাইচুং বর্তমানে এসডিএফের সহ-সভাপতি। সিকিমের বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতার পথে সিকিম ক্রান্তিকারি মোর্চা। ৩২ আসনের মধ্যে ৩১টি আসনেই এগিয়ে তারা।
এর আগেও দুইবার হেরেছেন ভাইচুং
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক, ভাইচুং এর আগেও তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু দু'বারই হেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি থেকে প্রার্থী করেছিল। তিনি সিকিমের গ্যাংটক এবং তুমেন-লিঙ্গি থেকে ২০১৯ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু কোনও ক্ষেত্রেই সফল হননি।
সিকিমে SKM-এর বিশাল জয়
রবিবার সকালে সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সিকিমের ৩২টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিতে জিতেছে এসকেএম। এটি সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা (SKM) এর টানা দ্বিতীয় জয়। একটি আসন SDF জিতলেও, অন্য কোনও দল কোনও আসন পায়নি।
ভারতের হয়ে ৪৮টি গোল করেছেন
আধুনিক যুগে ভারতীয় ফুটবল দলের পুনরুত্থানের কৃতিত্ব ভুটিয়ার। তিনিই প্রথম ভারতীয় ফুটবলার যিনি ইউরোপিয়ান ক্লাবের প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতের হয়ে ৪৮ গোল করা, ভাইচুং, সুনীল ছেত্রীর পরে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।