Advertisement

Lok Sabha Election 2024: এবার বাড়ি বসেই দেওয়া যাবে ভোট, কারা-কীভাবে দিতে পারবেন?

শনিবার লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাত দফায় গোটা দেশে ভোট হবে বলে জানিয়েছে কমিশন। এবারের ভোটে বেশি সংখ্যায় মানুষ জাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছে কমিশন। বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বাড়ি বসেই (Vote From Home) তাঁরা ভোট দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।   

সব দফাতেই ভোট রাজ্যে, ৪৪ দিন ধরে চলবে মহাযজ্ঞ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2024,
  • अपडेटेड 10:46 AM IST
  • বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন
  • ১৯ এপ্রিল থেকে শুরু ভোট

শনিবার লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাত দফায় গোটা দেশে ভোট হবে বলে জানিয়েছে কমিশন। এবারের ভোটে বেশি সংখ্যায় মানুষ জাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছে কমিশন। বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বাড়ি বসেই (Vote From Home) তাঁরা ভোট দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।   

শনিবার প্রেস কনফারেন্স করে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানান, 'ভোট ফ্রম হোমে'র ব্যবস্থা করা হচ্ছে। ৮৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স এবং শারীরিক ভাবে অক্ষম যাঁরা তাঁদের বুথে গিয়ে ভোট দিতে হবে না। 'ভোট ফ্রম হোমে'র আওতায় এই প্রথম বাড়ি থেকেই ভোটদান করতে পারবেন তাঁরা।' তিনি আরও বলেন, '৮৫ বছরের উপরের ভোটদাতা ও ৪০ শতাংশের বেশি বিশেষ ভাবে সক্ষম ভোটারদের জন্য আমরা বাড়িতে ভোট নিতে যাওয়ার ব্যবস্থা করছি। একজন ব্যক্তি যাবেন তাঁদের বাড়িতে ভোট নিতে। যদি তাঁরা ভোটকেন্দ্রে এসে ভোট দেন, তাহলে হুইলচেয়ার সহ সমস্ত ব্যবস্থা থাকবে। আমরা দেখেছি, বাড়ির নীচে কেন্দ্র থাকা সত্ত্বেও, ভোট দিতে যান না। আমরা চাই, সবাই ভোট দিন।'

বাংলার কোন আসনে কবে ভোট

প্রথম দফা অর্থাৎ ১৯ এপ্রিল শুক্রবার উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোট নেওয়া হবে। ১৯ এপ্রিল ভোটগ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি লোকসভা আসনে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট। ওইদিন ভোটগ্রহণ হবে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং লোকসভা আসনে। ৭ মে শুক্রবার তৃতীয় দফায় লোকসভা ভোট। ভোটগ্রহণ হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। ১৩ মে সোমবার চতুর্থ দফায় লোকসভা ভোট। ওইদিন বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট, বোলপুর ও বীরভূম আসনে ভোট হবে। 

Advertisement

২০ মে সোমবার পঞ্চম দফায় লোকসভা ভোট। শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ লোকসভা আসনে ভোট হবে ওইদিন। ২৫ মে শনিবার ষষ্ঠ দফায় লোকসভা ভোট। ওইদিন ভোটগ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর লোকসভা আসনে। ১ জুন শনিবার সপ্তম দফায় লোকসভা ভোট। ওইদিন ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুরে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement