Loksabha Election 2024 2nd Phase: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে ভোটের লড়াইয়ে নামতে চলেছে দার্জিলিংও। মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাং এর। এছাড়াও বালুরঘাটে হেভিওয়েট বিজেপির সুকান্ত মজুমদারকে লড়তে হবে তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে। অন্যদিকে রায়গঞ্জে লড়াই ত্রিমুখী, তৃণমূলের কৃষ্ণকুমার কল্যাণীর সঙ্গে কংগ্রেসের আলি ইমরান রামজ ও বিজেপির কার্তিকচন্দ্র পালের। তবে এঁরা ছাড়াও প্রচুর প্রার্থী রয়েছেন নিজেদের ভাগ্য যাচাই করতে।
দার্জিলিং লোকসভা কেন্দ্র
কেন্দ্র প্রার্থী দল
দার্জিলিং
রাজু বিস্তা ভারতীয় জনতা পার্টি
খুশিরঞ্জন মণ্ডল নির্দল
ভূপেন্দ্র লেপচা নির্দল
বিষ্ণু প্রসাদ শর্মা নির্দল
বন্দনা রাই নির্দল
কালীচরণ বর্মন নির্দল
সুবোধ পাখরিন গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস
শাহরিয়ার আলম সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
বুধারু রায় কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)
প্রধান মার্ডি আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়া
কামরুল হক নর্থ বেঙ্গল পিপলস পার্টি
অতসী বিশ্বাস কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি
গোপাল লামা তৃণমূল কংগ্রেস
মুণীশ তামাং কংগ্রেস
বালুরঘাট
সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টি
হাকিম মুর্মু নির্দল
রাজেন্দ্রনাথ মালি নির্দল
বখতিয়ার মুজাহিত সাহানি নির্দল
নরোত্তম সাহা নির্দল
মহম্মদ সোরাওয়ার্দি ভূমিপুত্র ইউনাইটেড পার্টি
অনন্ত হাঁসদা বহুজন সমাজ পার্টি
রুবেল সরকার কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)
মোজাম্মেল হক অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট
বীরেন্দ্রনাথ মোহন্ত সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেস
বিশ্বনাথ মুর্মু আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়া
জয়দেব কুমার সিদ্ধান্ত আরএসপি
রায়গঞ্জ
কার্তিকচন্দ্র পাল ভারতীয় জনতা পার্টি
শরণ্য দত্ত নির্দল
রূপক রায় নির্দল
ফকিরা মহম্মদ নির্দল
আলি ইমরান রামজ কংগ্রেস
পলাশচন্দ্র মাহাতো নির্দল
মহম্মদ নাজির আখতার নির্দল
দ্বারিকনাথ বর্মন নির্দল
কালীদাস মুর্মু নির্দল
মহম্মদ ইব্রাহিম হক নির্দল
আলি ইমরান নির্দল
আনওয়ারুল হক নির্দল
সনাতন দত্ত সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
শহিদুর রহমান নর্থ বেঙ্গল পিপলস পার্টি
রমেশচন্দ্র সিনহা ভূমিপুত্র ইউনাইটেড পার্টি
দুর্গা মুর্মু আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়া
তপন বর্মন জয় প্রকাশ জনতা দল
আল মানোয়ারা বেগম ইন্ডিয়া মানুষ পার্টি
স্বপনকুমার দাস বহুজন সমাজ পার্টি
কৃষ্ণকুমার কল্যাণী তৃণমূল কংগ্রেস
বেশিরভাগ কেন্দ্রেই লড়াই ত্রিমুখী, তবে দার্জিলিংয়ে পার্থক্য গড়ে দিতে পারেন, বিজেপির বিধায়ক নির্দল থেকে দাঁড়ানো বিষ্ণুপ্রসাদ শর্মা এবং বিমল গুরুং ঘনিষ্ঠ নির্দল প্রার্থী বন্দনা রাই।