Advertisement

Loksabha Election 2024: আজ চতুর্থ দফার ভোট, ভাগ্য পরীক্ষায় নামছেন মহুয়া; অধীর; শত্রুঘ্ন; সহ একাধিক হেভিওয়েট

আজ রাজ্যের ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে। তার মধ্যে রয়েছে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে। পাশাপাশি বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুরেও নির্বাচন রয়েছে। ৮টি লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত থাকছে QRT।

আজ চতুর্থ দফার ভোট, ভাগ্য পরীক্ষায় নামছেন মহুয়া; অধীর; শত্রুঘ্ন; সহ একাধিক হেভিওয়েট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2024,
  • अपडेटेड 12:25 AM IST

Loksabha Election 2024: আজ লোকসভা নির্বাচন ২০২৪-এর (Loksabha Election 2024) চতুর্থ দফার ভোট। এদিন ভাগ্যপরীক্ষা হতে চলেছে বাংলার একাধিক আসনের হেভিওয়েট প্রার্থীর। এদিন ভাগ্য নির্ধারিত হবে, তৃণমূলের মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, কংগ্রেসের অধীর চৌধুরী মতো প্রার্থীদের। তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানেরও। এছাড়া দেশের অন্যান্য প্রার্থীদের মধ্যে অখিলেশ যাদব আসাদউদ্দিন ওয়াইসিদের ভাগ্যও নির্ধারিত হবে। 

আজ রাজ্যের ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে। তার মধ্যে রয়েছে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে। পাশাপাশি বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুরেও নির্বাচন রয়েছে। ৮টি লোকসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত থাকছে QRT।

সাত দফার মধ্যে চতুর্থ দফায় ভোট হবে আগামীকাল। এ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮ টি করে আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়া বিহারের ৫টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খন্ডে চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে।

লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেস যাদবসহ ১ হাজার ৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হবে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।

রাজনৈতিক দলগুলো এবারের নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। এ দফার ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদি পার্টি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াই হবে। প্রতিটি রাজ্যেই প্রাদেশিক রাজনৈতিক দলগুলো বিজেপির থেকেও শক্তিশালী।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement