Advertisement

Early Trends: এগিয়ে কোন TMC-র তারকা প্রার্থীরা? কী বলছে লেটেস্ট ট্রেন্ড

পশ্চিমবাংলায় নির্বাচনের (Bengal Election 2021)  আগেই একের পর তারকারা যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। তৃণমূল- কংগ্রেসের সমর্থক তারকাদের কেউ হয়েছেন 'বেসুরো', তো কারও মুখে শোনা গেছে 'বাংলা নিজের মেয়েকেই চায়'। এক নজরে দেখে নেওয়া যাক, তৃণমূল- কংগ্রেসের কোন প্রার্থীরা রয়েছেন ট্রেন্ডে। 

তৃণমূল- কংগ্রেসের কোন প্রার্থীরা রয়েছেন ট্রেন্ডে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2021,
  • अपडेटेड 12:59 PM IST
  • মসনদে বসবে কে তা নিয়ে প্রায় গত দেড় মাসের প্রচার ও হাড্ডা হাড্ডা লড়াইয়ের পর আজ নির্বাচনী ফলাফল।
  • কার দলে কত বেশি গ্ল্যামার, তা হয়ে উঠেছে এইবারের রাজ্য নির্বাচনের  মূলমন্ত্র।
  • তারকাদের কেউ হয়েছেন 'বেসুরো', তো কারও মুখে শোনা গেছে 'বাংলা নিজের মেয়েকেই চায়'।

মসনদে বসবে কে তা নিয়ে প্রায় গত দেড় মাসের প্রচার ও হাড্ডা হাড্ডা লড়াইয়ের পর আজ নির্বাচনী ফলাফল। বলা চলে মার্কসিটে কে কত বেশি নম্বর পাচ্ছেন তা কয়েক রাউন্ডের গণনা অনুযায়ী কিছুটা বোঝা যাচ্ছে। পশ্চিমবাংলায় নির্বাচনের (Bengal Election 2021)  আগেই একের পর তারকারা যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। গেরুয়া ও জোড়া ফুল শিবিরে যেন কার্যত দড়ি টানাটানি চলেছে টলি পাড়ার তারকার নিয়ে।

কার দলে কত বেশি গ্ল্যামার, তা হয়ে উঠেছে এইবারের রাজ্য নির্বাচনের  মূলমন্ত্র। তৃণমূল- কংগ্রেসের (TMC) সমর্থক তারকাদের কেউ হয়েছেন 'বেসুরো', তো কারও মুখে শোনা গেছে 'বাংলা নিজের মেয়েকেই চায়'। এক নজরে দেখে নেওয়া যাক, তৃণমূল- কংগ্রেসের কোন প্রার্থীরা রয়েছেন ট্রেন্ডে (Trend)। 

* রাজারহাট-গোপালপুর কেন্দ্রে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।

* ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।

* কয়েক রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছেন অভিনেতা ও উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাঞ্চন মল্লিক। 

* শিবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছএন তৃণমূল তারকা প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি।

* মেদিনীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।
  
* চন্দননগর কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল- কংগ্রেস প্রার্থী তথা গায়ক ইন্দ্রনীল সেন। 

* চণ্ডীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী।

* সোনপুর দক্ষিণ কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। 

*  বারাসত কেন্দ্রে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। 

* আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়নী ঘোষ এগিয়ে। 

বেশ কিছু তৃণমূল- কংগ্রেসের তারকা প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। যদিও বাকি আছে আরও অনেক রাউন্ড গণনা। শেষ পর্যন্ত কে হাসবে জয়ের হাসি তা জানা যাবে সময়ে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement