Advertisement

বামেদের ধর্মঘটে লাভ তো বিজেপি-র, কটাক্ষ মন্ত্রী অরূপ রায়ের

২৬ তারিখ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি জানালেন, এই ধর্মঘটের ফলে আদতে লাভ পেতে চলেছে বিজেপি। পাল্টা তাঁকে জবাব দিলেন সিপিএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য। 

মন্ত্রী অরূপ রায়। ছবি- অরূপ রায়ের ফেসবুক থেকে
বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 22 Nov 2020,
  • अपडेटेड 2:12 PM IST
  • বামেদের কটাক্ষ মন্ত্রী অরূপ রায়ের
  • ২৬ তারিখের ধর্মঘট সমর্থন নয়, দাবি অরূপের
  • পাল্টা জবাব বামেদের

২৬ তারিখ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি জানালেন, এই ধর্মঘটের ফলে আদতে লাভ পেতে চলেছে বিজেপি। পাল্টা তাঁকে জবাব দিলেন সিপিএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য। 

বামেদের কটাক্ষ তৃণমূলের

আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। আর সেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মিটিং মিছিল শুরু হয়েছে। হাওড়াতেও বিরাট মিছিল করেছে সিপিএম। সেই সঙ্গে মিটিং পা মেলাতে দেখা যায় বাম সহযোগী দলগুলিকেও। এবার ২৬ তারিখের এই বনধ কর্মসূচিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বললেন, সরকারে না থাকা অবস্থাতেও আমরা বনধ সমর্থন করিনি। সরকারে থেকে বনধ সমর্থন করছি না। নিত্যদিন যারা রোজগার করেন, ধর্মঘটের ফলে তাদের অনেক সমস্যা হয়। সিপিএম কী বলে, তাতে কোনও গুরুত্ব নেই। সিপিএম নিজেই দেখুক, গত লোকসভা ভোটে তাদের ভোট কোথায় গিয়েছে। আমরা এই ধর্মঘটের বিরোধী। এই বনধের ফলে আদতে বিজেপির মতো দলগুলির লাভ হবে।

পাল্টা জবাব বামেদের

যদিও তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন বাম নেতা শ্রীদীপ ভট্টাচার্য। কটাক্ষের সুরে তিনি বলেন, তৃণমূল এবং বিজেপির গোপন আঁতাত সবাই জানে। বাংলার মানুষ ১০ বছর ধরে দেখছে। গরিব, মজদুর-শ্রমিত মানুষদের স্বার্থে আমরা বনধের ডাক দিয়েছি এবং আমরা তা পালন করব। 

২৬ নভেম্বর মূলত ৭ দফা দাবিতে দেশব্যাপী ধর্মঘট হবে। সাধারণ মানুষের মধ্যে নগদ টাকা ও রেশনের দাবি, রাষ্টায়ত্ত শিল্প সংস্থায় বেসরকারিণ বন্ধ, বাধ্যতা মূলক অবসর প্রকল্প বাতিল, শ্রম কোড বিল বাতিল-সহ একাধিক দাবিতে পথে নামছে শ্রমিক সংগঠনগুলি। আর এই ধর্মঘট সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস শিবির। ধর্মঘট সফল করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিছিল-মহামিছিল করছেন বাম নেতৃত্ব। এবার বামেদের এই ধর্মঘটকেই তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যে তৃণমূল নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী অরূপ রায়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement