Advertisement

Tamil Nadu Assembly Election 2021: মঙ্গলে তামিলনাডুতে ভোট, দেখে নিন নজরে কারা

তামিলনাডুর নির্বাচনে বরাবরই প্রার্থী বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রার্থী কে হচ্ছেন সেটি বিশেষ ভাবে বিচার্য হয়ে ওঠে ভোটারদের কাছে। কারণ তামিলনাডুর ভোটে বিশেষ ভূমিকা থাকে প্রার্থীর ফ্যান ফলোয়ারদের।

কামাল হাসান, এম কে স্ট্যালিন, ই পালানিস্বামী (বামদিক থেকে)
Aajtak Bangla
  • তামিলনাডু,
  • 04 Apr 2021,
  • अपडेटेड 7:40 PM IST
  • ৬ তারিখ তামিলনাডুতে ভোট
  • ভোটগ্রহণ হবে ২৩৪ আসনে
  • নজরে এই সমস্ত ব্যক্তিত্বরা

আগামী ৬ তারিখ হতে চলেছে তামিলনাডু (Tamil nadu) বিধানসভার নির্বাচন। ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। তামিলনাডুর নির্বাচনে বরাবরই প্রার্থী বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রার্থী কে হচ্ছেন সেটি বিশেষ ভাবে বিচার্য হয়ে ওঠে ভোটারদের কাছে। কারণ তামিলনাডুর ভোটে বিশেষ ভূমিকা থাকে প্রার্থীর ফ্যান ফলোয়ারদের। দেখে নেওয়া যাক এবারের নির্বাচনে নজরে কারা। 

ই পালানিস্বামী
নির্বাচনে প্রথমেই নজর যার দিকে তিনি মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের শীর্ষ নেতা ই পালানিস্বামী। জয়ললিতার মৃত্যুর পর দলের অন্দরে যে কোন্দল শুরু হয়েছিল সেই সব সামাল দিয়ে সরকারে কার্যকাল শেষ করাই ছিল পালানিস্বামীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনপ্রিয়তায় তিনি জয়ললিতার সমান না হলেও তিনিই দলের সবচেয়ে বড় মুখ। সেক্ষেত্রে নিজের জয়ের পাশাপাশি দলের ফলও ভাল করার দায়িত্ব তাঁরই কাঁধে। 

ও পন্নিরসেলভাম
জয়ললিতার মৃত্যুর পর ও পন্নিরলেসভামকেই তাঁর উত্তারাধিকার হিসেবে মনে করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী হয়েও ছিলেন তিনি। তবে দলের অন্দরে সমস্যা তৈরি হওয়ার পর পিছু হঠতে হয় তাঁকে। দলে বড় পদে থাকার পাশাপাশি বর্তমানে তামিলনাডুর উপমুখ্যমন্ত্রী তিনি। স্বভাবতই নজর থাকছে তাঁর দিকেও। 

এম কে স্ট্যালিন
নির্বাচনের অন্যতম বড় মুখ ডিএমকের শীর্ষ নেতা এম কে স্ট্যালিন। এই প্রথম এম করুণানিধিকে ছাড়া নির্বাচনে লড়ছেন তিনি। লোকসভা ভোটে দলকে অভাবনীয় জয় এনে দিয়েছিলেন তিনি। আশা করা হচ্ছে যে বিধানসভা ভোটেও সেই জয়ের ধারা বজায় থাকবে। জনমত সমীক্ষাতেও দেখা গিয়েছে তামিলনাডুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেশিরভাগ মানুষ স্ট্যালিনকেই চাইছেন। 

কমল হাসান 
লোকসভা নির্বাচনে আগে থেকেই রাজনীতিতে সক্রিয় কমল হাসান। আর এবার তো নিজের দল মক্কাল নিধি মাইয়ামকে নিয়ে নির্বাচনী লড়াইতেও রয়েছেন তিনি। তামিলনাডুর ইতিহাসে এর আগেও সুপারস্টারেরা রাজনীতির ময়দানেও সফল হয়েছেন। সেদিক থেকে কমল হাসানের দিকেও নজর রয়েছে সকলের। 

Advertisement

টিটিভি দিনাকরণ 
জয়ললিতার মৃত্যুর পর আলোচনায় ছিলেন শশীকলা। কিন্তু শশীকলার জেল হওয়ায় ব্যাটন ধরেন তাই ভাইপো টিটিভি দিনাকরণ। কিন্তু দলে বেশিদিন তাঁর কর্তৃত্ব থাকেনি। সেই দিনাকরণও এবার রয়েছেন নির্বাচনী লড়াইতে। জানা যাচ্ছে কিছু কিছু এলাকায় তাঁর ভালই প্রভাব রয়েছে। সেক্ষেত্রে নজরে দিনাকরণও। 

উদয়নিধি স্ট্যালিন
প্রথমবার নির্বাচনী লড়াইতে এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। যুব সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে উদয়নিধির। পাশাপাশি দলও তাঁকে ভবিষ্যতের নেতা হিসেসে তুলে ধরছে। 

তবে এই সমস্ত বড় মুখ ছাড়াও এবারে লড়াইতে রয়েছেন আরও অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম খুশবু সুন্দর ও আলাগিরি। এছাড়াও এবারের তামিলনাডু নির্বাচনে অন্যতম ফ্যাক্টর সুপারস্টার রজনিকান্ত।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement