বিজেপি 'শর্টকাট' ব্যবহার করছে। তাঁর বিরুদ্ধে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর এমনটাই মন্তব্য করলেন তামিলনাডুর ডিএমকে (DMK) নেতা উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুষমা স্বরাজ এবং অরুণ জেটলির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের অভিযোগে উদয়নিধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। উদয়নিধির সমস্ত প্রচার নিষিদ্ধ, তারকা প্রচারকের তালিকা থেকে তাঁর নাম বাদ এবং তাঁর প্রার্থী পদও বাতিল করা দাবি জানানো হয় বিজেপির (BJP) তরফে।
এই প্রসঙ্গে এক প্রচারে উদয়নিধি বলেন, "সুষমা স্বরাজ ও অরুণ জেটলির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তামিলনাডু বিজেপি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কিন্তু আমি কারও বিরুদ্ধে কোনওরকম কুৎসা করিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমি নাকি ডিএমকের অনেক বড়িষ্ঠ নেতাকে সাইডলাইনে করে দিয়েছি। তার জবাবে আমি বলেছিলাম, মোদী এমন একজন যিনি সুষমা স্বরাজ ও অরুণ জেটলি সহ বিজেপির অনেক বড়িষ্ঠ নেতাকে সাইডলাইনে করে দিয়েছেন। আমি সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে অপমান করিনি।"
গত বৃহস্পতিবার একটি সভায় উদয়নিধি দাবি করেন, "নরেন্দ্র মোদীর মানসিক অত্যাচার ও চাপে মারা গিয়েছেন সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি।" প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক বড়িষ্ঠ বিজেপি নেতাকে মোদী সাইডলাইনে করে দিয়েছে বলেও দাবি করেন উদয়নিধি।
উদয়নিধি বলেন, "বিজেপি কমিশনে মামলা দায়ের করেছে, কারণ তারা ভাল করে জানে এছাড়া ডিএমকেকে কোনওভাবেই আটকাতে পারবে না। তাই তারা শর্টকাট ব্যবহার করছে।" তিনি আরও বলেন, তারা হয়ত আমায় নিষ্ক্রিয় করে দেবে, হয়ত এটাই আমার শেষ প্রচার। কিন্তু আমি আপনাদের সবাইকে ডিএমকের জন্য প্রচার চালিয়ে যাওয়ার আবেদন জানাচ্ছি। প্রসঙ্গত আগামী ৬ এপ্রিল হতে চলেছে তামিলনাডুর বিধানসভা নির্বাচন। গণনা ২ মে।