এরাজ্যে বিরোধীদের একসঙ্গে জগাই, মাঝাই আর গদাই বলে আগেও সম্বোধন করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার বাঁকুড়ার জনসভাতেও সেই একই সমীকরণের কথা বললেন তৃণমূলনেত্রী। তবে এবারের জনসভায় কেবল বিজেপিকেই হাইলাইট করেননি তৃণমূলনেত্রী, সহযোগী হিসাবে আক্রমণ শানিয়েছেন সিপিএমের দিকেও। বাঁকুড়ায় সিপিএমের অত্যাচারের স্মৃতি সুচারু ভাবে মানুষের মধ্যে উস্কে দিতে চেয়েছেন। এদিন জনসভায় মুখ্যমন্ত্রী দিয়েছেন লোভী আর ভোগীর তত্ত্বও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এরাজ্যে সিপিএম লোভী আর বিজেপি ভোগী। নারদা, সারদার মত দুর্নীতি থেকে মুক্তি পেতে এখন সেই লোভীরাই ভোগীদের পায়ে গিয়ে পড়েছে। সিপিএমের দুষ্কৃতীরাই রং পাল্টে এখন গেরুয়া শিবিরের সিপাহী হয়েছে।