Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

নন্দীগ্রামেই প্রথম নয়, মমতার ওপরে আগেও উঠেছে হামলার অভিযোগ

Aajtak Bangla
  • 11 Mar 2021,
  • Updated 2:58 PM IST
  • 1/6

নন্দীগ্রামে (Nandigram) চোট পেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। আর তাঁর সেই অভিযোগের পরেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেছে বিজেপি। 

  • 2/6

তবে এই প্রথম নয়, এর আগেও সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। ১৯৯০ সালের ১৬ অগাস্ট কলকাতার হাজরা মোড়ে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। মমতার মাথায় লাঠি মারার অভিযোগ ওঠে তৎকালীন সিপিএম নেতা বাদশা আলমের ভাই লালু আলমের বিরুদ্ধে। তবে ২০১৯ সালে ১২ সেপ্টেম্বর লালু আলমকে বেকসুর খালাস করে আদালত।

  • 3/6

এরপর ১৯৯৩-এর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের দিন গুলি চালিয়েছিল পুলিশ। ঘটনায় মৃত্যু হয়েছিল ১৩ জনের।

  • 4/6

বাম জমানাতেই একবার চুলের মুঠি ধরে মহাকরণ থেকে মমতাকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে।

  • 5/6

তৃণমূল কংগ্রেস গঠনের পর ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীদের ঢুকতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। 

  • 6/6

পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর গাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছিল বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
Advertisement