Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

Z প্লাস নিরাপত্তায় রক্ষা পেলেন নাড্ডা, জানেন কেমন বিজেপি সভাপতির নিশ্চিদ্র সুরক্ষা বলয়?

Aajtak Bangla
  • 10 Dec 2020,
  • Updated 4:20 PM IST
  • 1/7

২ দিনের বাংলা সফরে এসে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় জনসভা করতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু সেই যাত্রাপথ খুব একটা সুখবর হয়নি। বারবার অবরোধের মুখে পড়তে হয়েছে বিজেপি সভাপতিকে। কনভয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় শাসক দলের দিকেই উঠেছে অভিযোগের তির।

  • 2/7

তবে  বিজেপি সভাপতি জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কারণে তাঁর গাড়ির কাচ ভাঙেনি। তবে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-সহ বিভিন্ন নেতার গাড়ির কাচ ভাঙচুর করা হয়। 

  • 3/7

গত বছর অক্টোবর থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতিকে জেড প্লাস নিরাপত্তা দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। বিজেপি সভাপতি হওয়ার পর তাঁর প্রাণ সংশয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহরে স্বরাষ্ট্রমন্ত্রক। 

  • 4/7

জেড প্লাস নিরাপত্তার অংশ হিসাবে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) কমান্ডোরা সবসময় তাঁকে ঘিরে রাখেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা IB রিপোর্টের ভিত্তিতেই এই নিরাপত্তা দেওয়া হয়। 

  • 5/7

সূত্রের খবর দিনের ২৪ ঘণ্টাই  ৩৩ জন CRPF কমান্ডারের কড়া নজরদারিতে থাকেন জেপি নাড্ডা। এরমধ্যে ১২ জন কমান্ডার বিজেপি সভাপতির আশেপাশেই থাকেন। দেশের যেকোন প্রান্তে গেলেই তাঁকে  জেড প্লাস নিরাপত্তা বলয়ে থাকতে হয়। 

  • 6/7

Z প্লাস নিরাপত্তায় অন্তর্ভুক্ত রয়েছে এসকর্ট গাড়িও। এতে থাকা কমান্ডোদের হাতে থাকে আধুনিক মেশিনগান। এছাড়াও তাঁরা মার্শাল আর্টে পারদর্শী হন। অস্ত্র ছাড়া লড়াই করার প্রশিক্ষণও থাকে এই কমান্ডো বাহিনীর কাছে।

  • 7/7

এছাড়া জেড প্লাস নিরাপত্তা পাওয়া ভিআইপি যে রাজ্যে যান সেখানেও তার জন্য প্রশাসনের তরফে আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 

Advertisement
Advertisement