Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

West Bengal Election 2021: সরকারের তরফে মেলেনি সহযোগিতা, জানাচ্ছেন সবং-এর মাদুর শিল্পীরা

প্রীতম ব্যানার্জী
  • সবং,
  • 21 Mar 2021,
  • Updated 11:12 AM IST
  • 1/5

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবং। রাজনৈতিক দিক থেকে বরাবরই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এক জায়গা। তবে এই বাংলা তথা ভিনরাজ্যের মানুষের কাছেও সবং-এর (Sabang) আরও একটি পরিচয় রয়েছে। তা হল এখানকার মাদুর (Madur Mat) শিল্প। সবং-এর মাদুর শিল্পের খ্যাতি যুগ যুগ ধরে। এলাকার বহু মানুষ বংশ পরম্পরায় যুক্ত এই কাজের সঙ্গে। এই শিল্পকে ভিত্তি করেই তাঁদের রুজি রোজগার।

  • 2/5

সেই শিল্পীদেরই একজন, অশোক জানা। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল মাদুর শিল্পের বর্তমান পরিস্থিতি। অশোকবাবু জানাচ্ছেন, একটা সময় শিল্পের অবস্থা খুবই খারাপ ছিল, তবে বাংলা নাটক ডটকম নামে এক সংস্থা পাশে দাঁড়ানোয় বেশ কিছুটা হাল ফিরেছে। বর্তমানে তাঁর কাছে কাজ করেন প্রায় ১৫০ জন শিল্পী।

  • 3/5

সরকারের তরফে সরাসরি কোনও সাহায্য পেয়েছেন? অশোকবাবুর দাবি, সরকারের তরফে সেভাবে সরাসরি কোনও সহযোগিতাই পাননি। শুধুমাত্র খাদির তরফে এলাকার ৯ জন শিল্পীকে ৯টি ঘর দেওয়া হয়েছে, যেখানে তাঁরা নিজেদের কাজ করতে পারছেন।

  • 4/5

সরকারের তরফে উৎপাদিত সামগ্রী কেনা হয়? শিল্পীর জবাব, মঞ্জুশা অনেক আগেই কেনা বন্ধ করে দিয়েছে। আর বিশ্ববাংলা নিত, কিন্তু লকডাউনের পর থেকে তারাও আর নিচ্ছে না।

  • 5/5

এক্ষেত্রে নির্বাচনের পর যে দলই সরকার গড়ুক, অশোকবাবুর মতো শিল্পীদের আবেদন, উন্নত করা হোক তাঁদের শিল্পের পরিকাঠামো। কাজ করার জন্য দেওয়া হোক আরও ঘর ও আর্থিক সাহায্য। 
 

Advertisement
Advertisement