মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তা এখনও অটুট। সেটাই কাজে লাগাতে চাইছে বিজেপি।
অভিনয়ের বাইরে রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘ। সেই ছাত্রজীবন থেকে।
তিনি তখনও সিনেমায় আসেননি। তখন যুক্ত হয়েছিলেন নকশালপন্থী আন্দোলনের সঙ্গে।
কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতকোত্তরের পঠনপাঠন। জড়িয়ে পড়েন নকশালপন্থী আন্দোলনের সঙ্গে।
পুনের ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে লেখাপড়া করেন।
মৃণাল সেনের ছবি 'মৃগয়া'তে তাঁর অভিনয় জীবনের শুরু। প্রথম ছবিতেই নজর কেড়েছেন তিনি। জিতে নেন জাতীয় পুরস্কার।
ডাকনাম মিঠুন দা। ১৯৮৯ সালে ১৯টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে শোরগোল ফেলে দিয়েছিলেন।
তিনি রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। বিভিন্ন সময়ে তাঁর প্রচারে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। বলা হয়, প্রণব যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছিলেন, মমতা বন্দ্য়োপাধ্যায় যাতে তাঁকে সমর্থন করেন, সে ব্য়াপারে উদ্যোগ নিয়েছিলেন তিনি।
এরপর তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য হন। তবে সারদাকাণ্ডে তাঁর নাম জড়ানোয় তিনি সাংসদ পদ ছেড়ে দেন। বলেছিলেন, আমার বোন আমাকে সাংসদ করেছে।
এবার তিনি যোগ দিলেন বিজেপিতে। রবিবার কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশে তিনি যোগ দেন।