মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞ। (অরিন্দম ভট্টাচার্যের রিপোর্ট)
বিধাননগরের দত্তাবাদের একটি কালীমন্দিরে যজ্ঞের আয়োজন করেন ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের (TMC) কো-অর্ডিনেটর নির্মল দত্ত। যজ্ঞে অংশ নেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরাও।
২ জন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সমস্ত রীতিনীতি মেনে হয় যজ্ঞ। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেই এই যজ্ঞ বলে জানালেন নির্মলবাবু।
প্রসঙ্গত বুধবার নন্দীগ্রামে চোট পান মুখ্যমন্ত্রী। পায়ে আঘাত পান তিনি। দ্রুত গ্রিন করিডর করে কলকাতায় ফিরিয়ে আনা হয় তাঁকে।
এসএসকেএম-এ শুরু হয় চিকিৎসা। ঘটনায় মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছে বিরোধী বিজেপিও।
তবে এই ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। আর তাঁর এই অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তরজা।