জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী। এদিন এই এলাকায় বিভিন্ন জায়গায় প্রচার চালান শ্রাবন্তী।
জনসংযোগের মাঝেই এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন শ্রাবন্তী। শোনেন যাবতীয় সমস্যার কথাও।
সেলফি আবদারও মেটান সকলের। শ্রাবন্তীর সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়।
কয়েকদিন আগে বিতর্কে জড়ান অভিনেত্রী শ্রাবন্তী। যা ঘিরে ফেসবুকে ক্ষোভ উগড়ে দেন বেশ কিছু বিজেপি সমর্থক।
শ্রাবন্তীর সঙ্গে বিজেপির আরও দুই তারকা প্রার্থী পায়েল ও তনুশ্রীও বিতর্কে জড়ান।
তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে একসঙ্গে হোলির অনুষ্ঠানে দেখা যায়। বেশি কিছু ছবিও তাদের ভাইরাল হয়।
যদিও পরে শ্রাবন্তী বলেন, আমি বেহালা পশ্চিম বিধানসভার মনোনীত প্রার্থী। গত ২৮'শে মার্চ দোল উৎসব উপলক্ষ্যে সেদিন একটি মিডিয়া চ্যানেল-এর পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল যা কোনোভাবেই রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, যেখানে অন্য একটি দলের প্রার্থীরাও ছিলেন যা আমি ওখানে পৌঁছে জানতে পারি।
শ্রাবন্তী আরও বলেন, যেহেতু দোল সবার তার কোনো আলাদা রাজনৈতিক রং নেই তাই গেছিলাম। আমার যাওয়ার জন্যে যদি আমার বেহালা পশ্চিম বিধানসভার কার্যকর্তারা এবং কর্মীরা মনোক্ষুন্ন হন তার জন্যে আমি ক্ষমাপ্রার্থী, আমি যেভাবে বেহালা পশ্চিমের পাশে আছি সেভাবেই থাকবো এবং আপনারা যেভাবে এতদিন ভালোবেসে এসেছেন চাইবো সেইভাবেই ভালোবেসে যাবেন।
মঙ্গলবার ছিল নন্দীগ্রামের প্রচারের শেষদিন। এসেছিলেন বিজেপির হেভিওয়েট তারকারও। শ্রাবন্তীকেও প্রচারে দেখা যায়।