জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার একটি পদে ছিলেন পামেলা গোস্বামী। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ মাদক পাচারের। (সব ছবি পামেলা গোস্বামীর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে)
২০১৯ সাল অভিনেত্রী রিমঝিম মিত্র বিজেপিতে যোগ দেন। সম্ভবত, সেই সময়েই গেরুয়া শিবিরে নাম লেখান পামেলা গোস্বামী।
তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলেই দেখা যাচ্ছে, বিজেপির বিভিন্ন কর্মসূচিতে থাকতেন তিনি। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের মাঝেও তাঁকে দেখা যেত।
the heritage academy kolkata-তে Business administreation নিয়ে পড়াশুনা করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এই তথ্য তিনি দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ফলোয়ারের সংখ্যা ৩০ হাজারের বেশি।
বিজেপি গৃহ সম্পর্ক অভিযানে পামেলা গোস্বামী। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের বিতর্কসভায় বিজেপির হয়ে অংশ নিতে দেখা যেত তাঁকে।
যুব নেত্রীর হওয়ার সুবাদে বিজেপির রাজ্যস্তরের নেতাদের সঙ্গেও তাঁর পরিচিত ছিল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে পামেলা গোস্বামী।
জেপি নাড্ডা রাজ্য সফরে এসেছিলেন সম্প্রতি। তখন তাঁর সঙ্গ ছবি তোলেন পামেলা গোস্বামী।
বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গেও ছবি তোলেন তিনি।