Advertisement

নির্বাচন

west bengal election 2021 : 'তোমার নাম আমার নাম ভিয়েতনাম' থেকে 'জয় শ্রী রাম'! কীভাবে পরিবর্তন বাংলার স্লোগানে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 22 Feb 2021,
  • Updated 3:06 PM IST
  • 1/5

তোমার নাম আমার নাম ভিয়েতনাম। একসময়ে বাংলার রাজনীতিতে এই স্লোগান খুব চলেছিল। বহু বছর বাংলার রাজনৈতিক হাওয়ায় এখন অনেক স্লোগান এসেছে। তার মধ্যে অবশ্যই জয় শ্রী রাম। এক নজরে দেখুন বাংলার রাজনীতিতে এই স্লোগানের পটপরিবর্তনের চিত্র

  • 2/5

১৯৬০ সালে এই রাজ্যই একসময়ে স্লোগান উঠেছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনামের মানুষের ক্ষোভকে সমর্থন জানানোর জন্যই বলা চলে এই স্লোগান।

  • 3/5

২০০৬ সাল। সিঙ্গুরে ৯৯৭ একর জমি ন্যানো গাড়ির জন্য টাটার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তা ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয়। তখনই স্লোগান ওঠে গো ব্যাক টাটা।

  • 4/5

তৃণমূলের একসময়ে পরিচিত স্লোগান ছিল মা-মাটি-মানুষ। দেওয়াল লিখন থেকে শুরু করে সবকিছুতেই প্রাধান্য পেত এই স্লোগান।

  • 5/5

২০১৪ সালে বাংলার রাজনৈতিক চিত্রে বদল হয়। কেন্দ্রে বিজেপি সরকারের পাশাপাশি বাংলায় বাড়তে থাকে গেরুয়া শিবিরের প্রাধান্য। বিজেপির নেতাদের প্রত্যেক সভায় এখন থাকে জয়শ্রী রাম স্লোগান 


 

Advertisement
Advertisement