ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা প্রকল্প চালু করেন। এতে শহরের বিভিন্ন জায়গায় ক্যান্টিন খোলা হয়। সেখানে মাত্র ৫ টাকাতে ভরপেট খেতে পারবেন সাধারণ মানুষ।
দুপুর সাড়ে ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকে। ভাত, ডাল, সবজি ও ডিম পাওয়া যায়। এই খাবারেই সন্তুষ্ঠ সকলে।
জাকির নস্কর নামে এক ব্যক্তি জানান, আগে খাবার খেতে তার খরচ হত ৩৫ টাকা। এখন এতে খাবার খেতে তার খরচ হচ্ছে মাত্র ৫ টাকা। ফলে অন্তত ৩০টাকা খরচ কম হচ্ছে।
সৌগত রায় জানিয়েছেন, গরীবদের সাহায্য করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার।
শুধু শহরবাসী নয়,দূর গ্রামের থেকে যারা আসছেন। তারাও প্রচুর উপকূত হচ্ছেন এই প্রকল্পে। দৈনিক ১০০জনকে খাবার দেওয়া হয়