Advertisement

"সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়", নয়া স্লোগান নিয়ে মানুষের মাঝে অভিষেক

নাগরাকাটার (Nagrakata) সভায় দলের নয়া স্লোগান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন স্লোগানের সঙ্গে ছন্দ মিলিয়ে অভিষেক বলেন, "সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। পড়ে নাও লেখা আছে আকাশের গায়, বাংলা নিজের মেয়েকেই চায়। মানুষের রক্তে শিরায় শিরায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বহিরাগতদের দাও বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • নাগরাকাটা,
  • 20 Feb 2021,
  • अपडेटेड 5:04 PM IST
  • "মানুষের রক্তে শিরায় শিরায়, বাংলা নিজের মেয়েকেই চায়"
  • "বহিরাগতদের দাও বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়"
  • তৃণমূলের নতুন স্লোগান অভিষেকের গলায়


দোরগোরায় নির্বাচন। বঙ্গ দখলে রাজ্যে নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদেরও মাঠে নামিয়ে দিয়েছে বিজেপি (BJP)। পালটা বিজেপি নেতাদের 'বহিরাগত' তকমা দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল (TMC)। বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না বলেও বারেবারে প্রচারে তুলে ধরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। এবার সেই বাঙালি আবেগকে উস্কে দিতে নতুন স্লোগান নিয়ে এলে তৃণমূল। শনিবার নয়া স্লোগনের সূচনা করল শাসক দল। তৃণমূলের এই নয়া স্লোগান 'বাংলা নিজের মেয়েকেই চায়।' 

নাগরাকাটার (Nagrakata) সভায় দলের এই নয়া স্লোগানকেই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন স্লোগানের সঙ্গে ছন্দ মিলিয়ে অভিষেক বলেন, "সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। পড়ে নাও লেখা আছে আকাশের গায়, বাংলা নিজের মেয়েকেই চায়। মানুষের রক্তে শিরায় শিরায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বহিরাগতদের দাও বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়।" বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করে অভিষেক বলেন, "তোমরা বলছ আত্মনির্ভর ভারত, আর চাইছ বাংলার রিমোটটা দিল্লির হাতে থাকুক।" 

এদিন 'জয় বাংলা' ও 'সোনার বাংলা' নিয়েও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, "আমারা জয় বাংলা বললেন ভুল, তাহলে সোনার বাংলা কোথাকার স্লোগান?" এরপরেই নাম না করে বিজেপির উদ্দেশ্যে অভিষেকের কটাক্ষ, "তুমি করলে চমৎকার, আমি করলে বলাৎকার, তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেকটার ঢিলা।" অভিষেকের প্রশ্ন, "সোনার বাংলা গড়বে বলছো, তাহলে সোনার দেশ গড়তে পারছো না কেন? সোনার গুজরাট, সোনার মধ্যপ্রদেশ, সোনার উত্তরপ্রদেশ, সোনার হরিয়ানা গড়তে পারছো না কেন?" তাঁর আরও কটাক্ষ, "কী দিয়ে সোনার বাংলা গড়বে? দিলীপ ঘোষ যে গরুর দুধে সোনার কথা বলেছেন, তাই দিয়ে?" 

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'আচ্ছে দিন' আনার প্রতিশ্রতিকেও এদিন নিশানা করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তাঁর কটাক্ষ, "না হয় রেডিওতেই বলুন, কিন্তু এবার তো বলুন কবে আসবে আচ্ছে দিন।" একইসঙ্গে মানুষকে তার পরামর্শ, "বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন, কিন্তু ভোটটা তৃণমূলকে দিন। এক ফুলের থেকে টাকা নিন, অন্য ফুলে বোতাম টিপুন।" এক্ষেত্রে উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক আরও বলেন, "১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে আপানাদের ধোকা দিয়েছে, এবার ওদের আপনারা ধোকা দিন।" 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement