Advertisement

West Bengal Election 2021: আসানসোলে তৃণমূল-বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

এদিন জেকে নগর ওল্ড মাইনস এলাকায় ২৩৯ নম্বর বুথের কাছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে খবর পান অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। দ্রুত ওই এলাকায় পৌঁছান অগ্নিমিত্রা। তাঁকে দেখেই খাবার ফেলে পালিয়ে যান ভোটার ও তৃণমূলের লোকজন। এরপর তিনি দেখেন, একটি বাড়ির দুই-তিনটি ঘরে চেয়ার,টেবিল পাতা। পড়ে রয়েছে খাবারে থালা। খাবারের থালায় রয়েছে মাংস ভাত ও তরকারি।

ঘটনাস্থলে অগ্নিমিত্রা পল
অনিল গিরি
  • আসানসোল,
  • 26 Apr 2021,
  • अपडेटेड 5:11 PM IST
  • ভোটারদের মাংস ভাত খাওয়ানোর অভিযোগ
  • তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
  • বাহিনীর বিরুদ্ধেও প্রভাবিত করার অভিযোগ


সপ্তম দফার নির্বাচনেও বারেবারেই উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কখনও কাঠগড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস। কখনও আবার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণে (Asansol Dakshin) বুথ থেকে ২০০ মিটারের মধ্যেই মাংস ভাতের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের অভিযোগ, মাংস ভাতের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। 

জানা গিয়েছে এদিন জেকে নগর ওল্ড মাইনস এলাকায় ২৩৯ নম্বর বুথের কাছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে খবর পান অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। দ্রুত ওই এলাকায় পৌঁছান অগ্নিমিত্রা। তাঁকে দেখেই খাবার ফেলে পালিয়ে যান ভোটার ও তৃণমূলের লোকজন। এরপর তিনি দেখেন, একটি বাড়ির দুই-তিনটি ঘরে চেয়ার,টেবিল পাতা। পড়ে রয়েছে খাবারে থালা। খাবারের থালায় রয়েছে মাংস ভাত ও তরকারি। পাশেই পড়ে রয়েছে তৃণমূলের পতাকা ও অন্যান্য নথিপত্র। এরপরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন অগ্নিমিত্রা পল।

যদিও অগ্নিমিত্রার অভিযোগ মানতে চায়নি তৃণমূল। শাসকদলের পালটা দাবি, ভোটারদের জন্য নয়, নির্বাচনী শিবিরে সকাল থেকে থাকা দলীয় কর্মী সর্থকদের জন্যই ওই খাবারের আয়োজন করা হয়েছিল। গোট ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

অন্যদিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল আসানসোল উত্তর (Asansol Uttar) বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রের এআইএমআইএম প্রার্থী দানিশ আজিজের অভিযোগ ২৮৭ ও ২৮৮ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করে কেন্দ্রীয় বাহিনী। দানিশ আজিজের অভিযোগ, ওই বুথে কর্তব্যরত জওয়ানরা ভোটারদের ইভিএম-এর ১ নম্বর বোতাম টেপার জন্য বলছিলেন। আর ওই ১ নম্বর বোতামেই নাম রয়েছে বিজেপি প্রার্থীর নাম। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুথ চত্বরে। 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement