"আপাতত এনআরসি (NRC) লাগু করার কোনও পরিকল্পনা নেই সরকারের। আর যদি লাগু হয়ও তার প্রভাব গোর্খাদের ওপরে পড়বে না।" দার্জিলিং-এ (Darjeeling) নির্বাচনী সভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "গোর্খা সম্প্রদায়ের একটা বড় ইতিহাস আছে। যখনই দেশপ্রেমের কথা ওঠে তখনই গোর্খাদের নাম করা হয়।" শাহের অভিযোগ, "তৃণমূল, কংগ্রেস এবং বামেরা দেশে গোর্খাদের সঙ্গে অন্যায় করেছে।"
প্রসঙ্গত বাংলায় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু সিএএ এবং এনআরসি। এর বিরোধিতা করে তৃণমূলের অভিযোগ, বিজেপি বাংলায় এনআরসি ও সিএএ লাগু করতে চায়। অন্যদিকে নিজেদের নির্বাচনী ইস্তাহারেও সিএএ লাগুর কথা বলেছে বিজেপি।
অমিত শাহ বলেন, "এখনও পর্যন্ত এনআরসি লাগু করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি লাগু করাও হয়, তাতে গোর্খাদের কোনও ক্ষতি হবে না।" তাঁর অভিযোগ, "এনআরসি নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি, যাতে গোর্খারা বিভ্রান্ত হন।"
শাহর আরও অভিযোগ, "কমিউনিস্টেরা ১৯৮৬ যে আগুন লাগিয়েছিল তাতে ১২০০ গোর্খার মৃত্যু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু করেননি। তিনি গোর্খাদের বিরুদ্ধে এফআইআর করেছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই সেইসব এফআইআর প্রত্যাহার করা হবে।" তিনি আরও বলেন, "বিজেপির সরকার গঠন হলে গোর্খাদের ১১টি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা হবে। প্রসঙ্গত আগামী ১৭ তারিখ পঞ্চম দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে দার্জিলিং-এ।"