ভিক্টোরিয়ায় 'জয় শ্রীরাম'(Jay SreeRam)ধ্বনির শুনে ভাষণ বয়কট করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ( Mamata Banerjee)। এবার তাঁর মুখ থেকেই নাকি শোনা যাবে 'জয় শ্রীরাম' ধ্বনি। বঙ্গ সফরে এসে এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কোন প্রেক্ষাপটে এই কথা বললেন বিজেপির (BJP) প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ?
এদিন কোচবিহারের জনসভায় অমিত শাহ বলেন, ''বাংলায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন দেখে মনে হচ্ছে 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়া একটা অপরাধ। মমতাদি বাংলায় 'জয় শ্রীরাম' না বললে কী পাকিস্তানে 'জয় শ্রীরাম' বলা হবে। দেশ সহ সারা বিশ্ব যেখানে এই ধ্বনি শুনে গৌরব অনুভব করে, সেখানে আপনি জয় শ্রীরাম ধ্বনি শুনলে অপমানিত বোধ করেন। কারণ আপনি তোষণের রাজনীতিতে বিশ্বাস করেন । একটা বিশেষ বর্গের ভোট চাই আপনার। আপনারা জেনে রাখুন,ভোট শেষ হতে হতে মমতাদিও জয় শ্রীরাম বলবেন।''
এই বলেই থেমে থাকেননি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। অমিত শাহ বলেন, ভাইপো তোলাবাজি করছেন। দিলীপ ঘোষ ভাইপোর কথা না তুললে এতক্ষণে তাঁকে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিতেন। এমন একটা সরকার আনুন যে কেন্দ্রের পাঠনো টাকা আপনাদের কাছে পৌঁছে দেবে। এক ইঞ্জিন মোদীর আর একটা রাজ্যে বিজেপি সরকার প্রযোজন।
তাঁর অভিযোগ, গুন্ডা দিয়ে ভোট করবেন মমতা। গুন্ডাপ্রমুখের সঙ্গে বিজেপির পার্টিপ্রমুখ লড়াই করবেন। দিদির ভোটে জেতার জন্য আপনাদের দরকার নেই। তাঁর গুন্ডা রয়েছে। তবে এবার আর কোনও বাপের বেটা তাঁর পরাজয় ঠেকাতে পারবে না। বাংলার মানুষ তাঁকে সঠিক রাস্তা দেখাবেন। মমতার বিনাশ বনাম এবার মোদীজির বিকাশের লড়াই হবে বাংলায়।