Advertisement

"জানুয়ারির মধ্যে সাংবিধানিক সংকটে সরকার!" অর্জুনের বিস্ফোরক দাবি

"জানুয়ারির (January) মধ্যেই সাংবিধানিক সঙ্কটের মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।" রবিবার (Sunday) মধ্যমগ্রামে এক চায় পে চর্চায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। অর্জুনের দাবি, "অনেক তৃণমূল বিধায়ক তাঁদের দলকে বিদায় জানাবেন। তাঁরা বিজেপিতে যোগ দেবেন।" তাঁর মতে, "উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের তৃণমূল বিধায়করা দল ছাড়ার জন্য তৈরি। তাই খুব স্বাভাবিক ভাবেই জানুয়ারিতে সাংবিধানিক সঙ্কটের মুখোমুখি হবে সরকার।" 

অর্জুন সিং
দীপক দেবনাথ
  • মধ্যমগ্রাম,
  • 03 Jan 2021,
  • अपडेटेड 1:47 PM IST
  • "অনেক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করবেন"
  • দাবি অর্জুন সিং-এর
  • 'বহিরাগত' ইস্যুতেও তৃণমূলকে বিঁধলেন বিজেপি সাংসদ

"জানুয়ারির (January) মধ্যেই সাংবিধানিক সঙ্কটের মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।" রবিবার (Sunday) মধ্যমগ্রামে এক চায় পে চর্চায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। অর্জুনের দাবি, "অনেক তৃণমূল বিধায়ক তাঁদের দলকে বিদায় জানাবেন। তাঁরা বিজেপিতে যোগ দেবেন।" তাঁর মতে, "উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের তৃণমূল বিধায়করা দল ছাড়ার জন্য তৈরি। তাই খুব স্বাভাবিক ভাবেই জানুয়ারিতে সাংবিধানিক সঙ্কটের মুখোমুখি হবে সরকার।" 

তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে? এক্ষেত্রে অর্জুন বলেন, "তারপর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না জানি না। তবে সঙ্কট তৈরি হলে সরকার টিকবে না তা নিশ্চিত।" প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই বিজেপির বিভিন্ন নেতা দাবি করে আসছেন, 'তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য অনেকেই পা বাড়িয়ে রয়েছেন।' এমনকি ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিজেপিতে যোগ দেন তৃণমূল সাংসদ সুনীলকুমার মণ্ডলও। এরপর নতুন বছরের শুরুতেই বিজেপির হাত ধরেন শুভেন্দুর ভাই সোমেন্দু অধিকারী। 

এদিকে এদিন 'বহিরাগত' ইস্যুতেও তৃণমূলকে বেঁধেন অর্জুন। ব্যারাকপুরের সাংসদ বলেন, "অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, জেপি নাড্ডাদের বহিরাগত বলা হচ্ছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, যিনি পঞ্জাবের বাসিন্দা তিনি কি বহিরাগত নন? ঝাড়খন্ড, উত্তরপ্রদেশের যে সমস্ত আইপিএস - আইএএস অফিসাররা তোলা তোলেন, তাঁরাও কি বহিরাগত নন?" এমনকি রোহিঙ্গাদেরও সীমান্তবর্তী জেলায় মুখ্যমন্ত্রী আশ্রয় দিয়েছেন বলে অভিযোগ করেন অর্জুন সিং। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement