শনিবার (Saturday) ফের রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এদিন বর্ধমান (Burdwan) শহরে রোড শো করার কথা রয়েছে বিজেপি সভাপতির। তার আগে আজ শুক্রবার সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন (Arvind Menon)। এদিন অরবিন্দ মেনন বলেন, "পুলিশ প্রশাসনের কাজ সুরক্ষা প্রদান করা।" বর্ধমানে তারা সেটা করবে বলেই আশাপ্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, "এখানে প্রজাতন্ত্র নিরাপদ নয়। পুলিশ এখানে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে।"
এদিন জেপি নাড্ডার কর্মসূচি নিয়েও বিস্তারিত জানান অরবিন্দ মেনন। তিনি বলেন, প্রথমে অন্ডালে এয়ারপোর্টে নামবেন নাড্ডা। সেখান থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় যাবেন তিনি। সেখানে কৃষক পঞ্চায়েত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামিকালই সূচনা হবে 'এক মুঠো আনাজ' কর্মসূচির। পাশাপাশি জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কর্মসূচির বিষয়েও জানানো হবে।
মেনন জানান, কাটোয়ার কর্মসূচি সেরে বর্ধমানে শহরে পৌঁছবেন নাড্ডা। সেখানে বিরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো করবেন তিনি । রোড শোতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। থাকবেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, আগে রোড শোয়ের যে রাস্তা ঠিক করা হয়েছিল সেখানে অনুমতি পাওয়া যায়নি। তা সত্ত্বেও রোড শো সফল হবে বলেই দাবি করেন তিনি। প্রসঙ্গত এর আগে রাজ্য সফরে এসে ডায়মন্ডহারবারে যাওয়ার পথে হামলা হয় বিজেপি সভাপতি ডেপি নাড্ডার কনভয়ে। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তীব্র বাকযুদ্ধে নেমে পড়ে তৃণমূল ও বিজেপি। এমনকি ঘটনায় হস্তক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও।
অন্যদিকে এদিন দিল্লির কৃষক আন্দোলন সম্পর্কে অরবিন্দ মেনন বলেন, "যাঁরা এখানে প্রতিবাদ করেন, তাঁরাই দিল্লিতে গিয়ে হাত মেলান। কিছু মানুষ কৃষকদের বিভ্রান্ত করছেন। তবে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সহ প্রত্যেকে কৃষকদের বোঝানোর চেষ্টা করছেন।" এক্ষেত্রে খুব শিঘ্রই সমাধান সূত্র পাওয়া যাবে বলেও আশাপ্রকাশ করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।