Advertisement

BJP Candidate List: ২০০১-এর পর ২০২১, ফের 'ভোট প্রার্থী' মুকুল!

আরও এক দফা প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বৃসস্পতিবার দিল্লি থেকে নাম প্রকাশ করা হয়। ছিলেন দলের নেতা অরুণ সিং, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি।

কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় (ফাইল ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 18 Mar 2021,
  • अपडेटेड 5:48 PM IST
  • ভোটে লড়বেন মুকুল রায়
  • আছেন রাহুল-শমীকও
  • ভবানীপুর থেকে রুদ্রনীল ঘোষ

আরও এক দফা প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বৃসস্পতিবার দিল্লি থেকে নাম প্রকাশ করা হয়। ছিলেন দলের নেতা অরুণ সিং, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি।

দেখে নেওয়া যাক কারা কোথায় প্রার্থী হলেন-
মাল থেকে মহেশ বাগে
শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ
শান্তিপুর থেকে জগন্নাথ সরকার
ধূপগুড়ি থেকে বিষ্ণুরায়
রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস
চাকদা বঙ্কিম ঘোষ
হরিনঘাটা থেকে অসীম সরকার
পানিহাটি সন্ময় বন্দ্যোপাধ্য়ায়
দমদম থেকে বিমলশঙ্কর নন্দ
বিধাননগর থেকে সব্যসাচী দত্ত
রাজারহাট-গোপালপুর থেকে শমীক ভট্টাচার্য

হেমদাবাদ চাঁদিমা রায়

মিনাখা জয়ন্ত মণ্ডল
মন্তেশ্বর থেকে সৈকত পাঁজা
কালনা বিশ্বজিৎ কুণ্ডু
চোপড়া মহম্মদ শাহিন আখতার
চাকুলিয়া শচীন প্রসাদ

কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায়
নবদ্বীপ থেকে সিদ্ধার্থ নস্কর

হাবড়া রাহুল সিনহা
বীজপুর থেকে শুভ্রাংশু রায়
ভাটপাড়া পবন সিং
জগদ্দল অরিন্দম ভট্টাচার্য
নোয়াপাড়া সুনাল সিং
ব্য়ারাকপুর চন্দ্রমনি শুক্লা
খড়দা শীলভদ্র দত্ত
মালতীপুর থেকে মৌসুমি দাস
সাগরদিঘি থেকে মাফুজা খাতুন
কলকাতা বন্দর থেকে অবোধকিশোর গুপ্তা
ভবানীপুর থেকে রুদ্রনীল ঘোষ
পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তেওয়ারি
জামুড়িয়া থেকে তাপস রায়
আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল
কান্দি থেকে গৌতম রায়
চৌরঙ্গি থেকে শিখা মিত্র চৌধুরি
মানিকতলা থেকে কল্যাণ চৌবে
কাশীপুর-বেলগাছিয়া থেকে তরুণ সাহা
বোলপুর অনির্বাণ গঙ্গোপাধ্যায়


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement